গত শুক্রবার ক্যাবিনেট বৈঠকের পর বিজেপির কালিদাস কোলাম্বরকে সরিয়ে ওই পদে বসানো হয়। এনসিপি ও কংগ্রেসকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার শপথ নেন উদ্ধব ঠাকরে। শনিবারই স্পিকার পদে মনোনয়ন জমা দেওয়ার কথা। রবিবার হবে নির্বাচন। স্পিকার পদ কংগ্রেসেরই পাওয়ার কথা।
দীর্ঘ টানাপোড়েন, পট-পরিবর্তনের পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন উদ্ধব বাল ঠাকরে। অনেক টানাপোড়েন পেরিয়ে মহারাষ্ট্রে স্থায়ী সরকার। কৃষক দুরাবস্থা, কর্মসংস্থানের পাশাপাশি এই সরকার টিকিয়ে রাখাই প্রথম ৬ মাসে উদ্ধবের অন্যতম চ্যালেঞ্জ।
advertisement
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর সরকার জনগণের সরকার। মহারাষ্ট্রবাসী যাতে পেটপুরে খেতে পারে, তাও নিশ্চিত করতে প্রকল্প আনা হবে। রাজ্য জুড়ে তৈরি হবে ফুড কিয়স্ক। স্বাস্থ্য ও সেচেও বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতি নতুন মুখ্যমন্ত্রীর।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 30, 2019 8:26 AM IST