TRENDING:

Cloud Burst in Uttarakhand: এবার রুদ্রপ্রয়াগে মেঘভাঙা বৃষ্টি! মাটির নীচে জীবন্ত আটকে বহু পরিবার..পোস্ট মুখ্যমন্ত্রী ধামির

Last Updated:

চামোলি জেলার শাসরক সন্দীপ তিওয়ারি জানিয়েছেন, মেঘভাঙা বৃষ্টির ঘটনায় ২ জন নিখোঁজ, বহু প্রাণীও মাটির নীচে চাপা পড়ে গিয়েছে৷ ভারী বৃষ্টির কারণে এলাকার বহু রাস্তা বন্ধ বলেও জানিয়েছেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরাখণ্ড: উত্তরাখণ্ডের ধরালীর পরে এবার বিপর্যয় নামল রুদ্রপ্রয়াগে৷ মেঘভাঙা বৃষ্টিতে চামোলি জেলা এবং রুদ্রপ্রয়াগে হুড়মুড়িয়ে নেমে এসেছে কাদামাটির স্রোত৷ সেখানে জীবন্ত আটকে বহু পরিবার৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই কথা জানিয়েছেন, স্বয়ং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি৷
News18
News18
advertisement

তাঁর পোস্ট অনুযায়ী, চামোলি জেলার বাসকেদার তেহশিলের বারেথ দুঙ্গার টক এলাকার রুদ্রপ্রয়াগ ও দেবল এলাকায় এই বিপর্যয় নেমে এসেছে৷

পাশাপাশি, ধামি এ-ও জানিয়েছেন যে, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়েছে৷ পাঠানো হয়েছে ত্রাণ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে বিপর্যয় সচবি এবং সংশ্লিষ্ট জেলার প্রশাসককে৷

আরও পড়ুন: ‘বাঙালি হেনস্থা’ থেকে SIR! পুজোর আগে, বসতে চলেছে ৩ দিনের বিশেষ অধিবেশন

advertisement

বাসুকেদারের বারেথ তালজামান এলাকার মেঘভাঙা বৃষ্টির ভিডিও ইতিমধ্যেই এসেছে সামনে৷ ধামি তাংর পোস্টে জানিয়েছেন, ‘রুদ্রপ্রয়াগ জেলার বাসকেদার তেহশিলের বারেথ দুঙ্গার টক এলাকা ও চামোলি জেলা থেকে খারাপ খবর এসেছে৷ কাদামাটির স্রোত নেমে আসায় তাতে বেশ কিছু পরিবার আটকে পড়েছে বলে জানা গিয়েছে৷’

তিনি লিখেছেন, ‘স্থানীয় প্রশাসন সেখানে ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে৷ আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে টানা যোগাযোগ রাখছি৷ আমি বাবা কেদারের কাছে সকলের সুস্থতা কামনা করি৷’

advertisement

চামোলি জেলার শাসরক সন্দীপ তিওয়ারি জানিয়েছেন, মেঘভাঙা বৃষ্টির ঘটনায় ২ জন নিখোঁজ, বহু প্রাণীও মাটির নীচে চাপা পড়ে গিয়েছে৷ ভারী বৃষ্টির কারণে এলাকার বহু রাস্তা বন্ধ বলেও জানিয়েছেন তিনি৷

আরও পড়ুন: হাতে ৭ দিন সময়! এর মধ্যেই প্রকাশ করতে হবে অযোগ্যদের তালিকা…কমিশনকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

advertisement

এই বছর বর্ষা শুরু হওয়ার পর থেকে উত্তরাখণ্ডের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে মেঘ ভাঙা এবং হড়পা বানের খবর পাওয়া গেছে।

গত ২২ আগস্ট উত্তরাখণ্ডের ধরালি গ্রামে প্রায় ২৫০ জন মাটির নীচে চাপা পড়ে মারা গিয়েছিল৷

বাংলা খবর/ খবর/দেশ/
Cloud Burst in Uttarakhand: এবার রুদ্রপ্রয়াগে মেঘভাঙা বৃষ্টি! মাটির নীচে জীবন্ত আটকে বহু পরিবার..পোস্ট মুখ্যমন্ত্রী ধামির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল