TRENDING:

‘ভাগ্যের জোরে বেঁচে গেলাম...!’ এয়ার ইন্ডিয়ার বিমানে ‘ভয়াবহ’ অভিজ্ঞতা জানালেন কংগ্রেস নেতা বেণুগোপাল

Last Updated:

Congress MPs Flag Air India Flight Diversion To Chennai: বেণুগোপাল আরও লেখেন, “ক্যাপ্টেনের জরুরি অবতরণের সিদ্ধান্তে বিমানে থাকা সকল যাত্রী নিরাপদ এবং সুরক্ষিত। এ বারে কপালজোরে আমরা বেঁচে গিয়েছি, কিন্তু প্রতি বার যাত্রীদের নিরাপদ এবং সুরক্ষা ভাগ্যের উপর ছাড়া ঠিক নয়। আমার অনুরোধ, এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে সে বিষয়ে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা যেন তৎপর হয়।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই: এয়ার ইন্ডিয়ার বিমানে রবিবার ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ কেসি বেণুগোপাল। ওই উড়ানে কী কী হয়েছে, তা নিয়ে নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্টও করেন তিনি। বড়সড় দুর্ঘটনা এড়াল তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার উড়ান। রেডারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমান। বিমানে ছিলেন কংগ্রেসের কে সি বেণুগোপাল, UDF-এর আহ্বায়ক আদুর প্রকাশ, কে সুরেশ ও সিপিআইএম সাংসদ কে রাধাকৃষ্ণণ এবং তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ রবার্ট ব্রুস। কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল জানিয়েছেন, জরুরি অবতরণের আগে বহুক্ষণ আকাশে ওড়ে বিমানটি। রানওয়েতে আরেকটি বিমান থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। এয়ার ইন্ডিয়ার বিমানটি ফের আকাশে উঠে ৩০ মিনিট পর্যন্ত ওড়ে এবং শেষপর্যন্ত চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তবে DGCA বা এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এয়ার ইন্ডিয়ার বিমানে ‘ভয়াবহ’ অভিজ্ঞতা জানালেন কংগ্রেস নেতা বেণুগোপাল
এয়ার ইন্ডিয়ার বিমানে ‘ভয়াবহ’ অভিজ্ঞতা জানালেন কংগ্রেস নেতা বেণুগোপাল
advertisement

আরও পড়ুন– রোম্যান্টিক দৃশ্যের অভাব নেই, প্রতি ১০ মিনিটে বোনাস হিসেবে একটি ট্যুইস্ট ! উইকেন্ড জমাতে এই ওটিটি রিলিজের চেয়ে ভাল কিছু হতে পারে না

বেণুগোপাল তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, “তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার (AI-2455) বিমানটি তিরুঅনন্তপুরম থেকে নির্ধারিত সময়ের খানিক পরে ছেড়েছিল। ছাড়ার কিছু ক্ষণ পর থেকেই বিমানে প্রবল ঝাঁকুনি হয়। প্রায় ঘণ্টাখানেক পর পাইলট সিগন্যালে‌ ত্রুটির কথা ঘোষণা করেন। এর পরেই আমাদের বিমানটিকে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। জরুরি অবতরণের আগে প্রায় দু’ঘণ্টা ধরে আমাদের বিমানটি চেন্নাই বিমানবন্দরের আশপাশে ঘুরতে থাকে। যেই রানওয়েতে আমাদের বিমান নামানোর কথা ছিল, সেখানে আর একটি বিমান থাকায় মাঝ-আকাশে অনেক ক্ষণ অপেক্ষা করতে হয়।” তিনি আরও জানান, ওই বিমানে তাঁর সঙ্গে বেশ কয়েক জন সাংসদ এবং বহু সাধারণ যাত্রী ছিলেন। এই ঘটনার পর সকলেই আতঙ্কিত।

advertisement

আরও পড়ুন– মুম্বই মেট্রো-৯: দহিসার থেকে মীরা-ভায়ান্ডার এবং থানে থেকে BKC, কোলাবা পর্যন্ত সংযুক্ত করার জন্য ডবল-ডেকার লাইন, জানুন বিশদে

সেরা ভিডিও

আরও দেখুন
দেওয়াল জুড়ে রয়েছে শুধুই ইতিহাসের গন্ধ, বিপ্লবী ক্ষুদিরাম বসুর বেড়ে ওঠা 'এই' বাড়িতেই! জানুন
আরও দেখুন

বেণুগোপাল আরও লেখেন, “ক্যাপ্টেনের জরুরি অবতরণের সিদ্ধান্তে বিমানে থাকা সকল যাত্রী নিরাপদ এবং সুরক্ষিত। এ বারে কপালজোরে আমরা বেঁচে গিয়েছি, কিন্তু প্রতি বার যাত্রীদের নিরাপদ এবং সুরক্ষা ভাগ্যের উপর ছাড়া ঠিক নয়। আমার অনুরোধ, এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে সে বিষয়ে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা যেন তৎপর হয়। এবং যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই ঘটনার দ্রুত তদন্ত করা হোক।”

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‘ভাগ্যের জোরে বেঁচে গেলাম...!’ এয়ার ইন্ডিয়ার বিমানে ‘ভয়াবহ’ অভিজ্ঞতা জানালেন কংগ্রেস নেতা বেণুগোপাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল