TRENDING:

জঙ্গি নিশানায় পুলিশ ও সেনাকর্তারা, দক্ষিণ কাশ্মীরে অপহৃত ১১

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: বেছে বেছে পুলিশকর্তা ও সেনা অফিসারদের আত্মীয়দের অপহরণ। চব্বিশ ঘণ্টায় দক্ষিণ কাশ্মীরে জঙ্গিদের হাতে অপহৃত এগোরা। অপহরণের কথা পুলিশ প্রথমে এড়িয়ে গেলেও নিখোঁজদের সন্ধানে জোর তল্লাশি চলে। ব্যাপক মারধর করে পরে তিনজনকে ছেড়ে দেয় জঙ্গিরা।
advertisement

৩৫-এ ধারা নিয়ে উত্তাল জম্মু-কাশ্মীর। জঙ্গিদের ডেরায় অভিযান। বৃহস্পতিবার এনআইএ-র হাতে গ্রেফতার জঙ্গিনেতা সালাউদ্দিন পুত্র শাকিল। সালাউনদ্দিন পুত্রের গ্রেফতারির কয়েক ঘণ্টার মধ্যেই জঙ্গিদের নিশানায় সেনা ও পুলিশকর্তারা। বেছে বেছে তুলে নিয়ে যাওয়া হল তাঁদের আত্মীয়দের।

আরও পড়ুন 

‘কোন পথে যাচ্ছে দেশ?’ সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর ট্যুইট

advertisement

দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান, কুলগাম, অনন্তনাগ, পুলওয়ামা, অবন্তীপুর। একাধিক জেলায় হানা দেয় জঙ্গিরা। অপহরণ করা হয় জুবেইর আহমেদ ভাট, আরিফ আহমেদ, ফয়জান আহমেদ, সুমের আহমেদ, আহমেদ মালিক, ইয়াসির আহমেদ ভাট, নাসির আহমেদ, সাবির আহমেদ, আসিফ আহমেদ রাঠোর ও আদনান আহমেদকে। আদনান জম্মু-কাশ্মীরের ডিএসপি নিকট আত্মীয়। নৃশংসভাবে মারধরের পর তিনজনকে জঙ্গিরা ছেড়ে দিলেও বাকিদের পরিবারের সময় কাটছে চরম উৎকণ্ঠায়।

advertisement

আরও পড়ুন

প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধির হার ৮.২ শতাংশ, গত ২ বছরে প্রথম

১১ জনের অপহরণ নিয়ে ট্যুইট করে শোরগোল ফেলে দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এই নিয়ে প্রশাসনের বয়ান বদলে বিভ্রান্তি আরও বাড়ে। প্রথমে এড়িয়ে গেলেও পরে অবশ্য অপহরণের কথা স্বীকার করে পুলিশ। অপহৃতদের সন্ধানে জোর তল্লাশি শুরু হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর আগে একাধিকবার উপত্যকার বিভিন্ন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে জঙ্গিরা। সম্প্রতি দুই পুলিশকর্মীকে তুলে নিয়ে খুন করা হয়। একসঙ্গে এতজন সেনা ও পুলিশকর্তাদের আত্মীয়দের অপহরণের ঘটনা প্রশাসনের চিন্তা বাড়িয়েছে।

বাংলা খবর/ খবর/দেশ/
জঙ্গি নিশানায় পুলিশ ও সেনাকর্তারা, দক্ষিণ কাশ্মীরে অপহৃত ১১