TRENDING:

স্কুলের শৌচাগারে সন্তান প্রসব করল নবম শ্রেণির ছাত্রী... বরখাস্ত দুই শিক্ষক, তোলপাড় স্কুল

Last Updated:

কর্নাটকের সরকারি আবাসিক স্কুলের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ১৭ বছরের ওই নাবালিকা মা এবং সদ্যোজাত দুজনেই সুস্থ আছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইয়াদগির: স্কুলের শৌচাগারে সন্তান প্রসব করল নবম শ্রেণির ছাত্রী। কর্নাটকের সরকারি আবাসিক স্কুলের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ১৭ বছরের ওই নাবালিকা মা এবং সদ্যোজাত দুজনেই সুস্থ আছে। তবে মনে করা হচ্ছে স্কুল ও হস্টেল কর্মীদের গাফিলতিতেই ঘটনা ঘটেছে। কর্ণাটক শিক্ষা প্রতিষ্ঠান সোসাইটির নির্বাহী পরিচালক কান্থারাজু কর্তব্যে অবহেলার অভিযোগে স্কুলের অধ্যক্ষ, হস্টেল ওয়ার্ডেন, বিজ্ঞান শিক্ষক এবং শারীরিক শিক্ষককে বরখাস্ত করেছেন।  কোনও কর্মীই ছাত্রীটির আচরণগত কোনও পরিবর্তন লক্ষ্য করেননি।
News18
News18
advertisement

বরখাস্তের আদেশে এও বলা হয়েছে, নবম শ্রেণিতে ছাত্রীর উপস্থিতি ছিল মাত্র ১০ শতাংশ। শ্রেণিশিক্ষক হিসাবে নারসিংহ মূর্তি দায়িত্ব পালন করেননি বলে অভিযোগ। তাঁর শারীরিক অবস্থার রিপোর্ট প্রধান শিক্ষকের কাছে পাঠানোর দায়িত্ব ছিল শ্রীধরের।

আরও পড়ুন: এবার রুদ্রপ্রয়াগে মেঘভাঙা বৃষ্টি! মাটির নীচে জীবন্ত আটকে বহু পরিবার..পোস্ট মুখ্যমন্ত্রী ধামির

advertisement

জেলা শিশু সুরক্ষা কর্মকর্তা নির্মলার অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে। উত্তর কর্ণাটকের শাহাপুর জেলাটি বেঙ্গালুরু থেকে ৫৫০ কিলোমিটার দূরে অবস্থিত। ডেপুটি কমিশনার হর্ষল ভোয়ার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন।

বাংলা খবর/ খবর/দেশ/
স্কুলের শৌচাগারে সন্তান প্রসব করল নবম শ্রেণির ছাত্রী... বরখাস্ত দুই শিক্ষক, তোলপাড় স্কুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল