TRENDING:

বাবার পিস্তল নিয়ে বন্ধুর উপর গুলি চালানোর অভিযোগ! গুরুগ্রামের অভিজাত এলাকা থেকে গ্রেফতার ক্লাস ১১-এর ২ ছাত্র

Last Updated:

Gurugram: বাবার বন্দুক দিয়ে বন্ধুকে গুলি করার অভিযোগ দুই স্কুল পড়ুয়ার বিরুদ্ধে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুরুগ্রাম: বাবার বন্দুক দিয়ে বন্ধুকে গুলি করার অভিযোগ দুই স্কুল পড়ুয়ার বিরুদ্ধে৷ সূত্রের খবর, অভিযুক্ত দুই পড়ুয়ার মধ্যে একজনের বাবার লাইসেন্স প্রাপ্ত পিস্তল দিয়েই গুলি চালানো হয়েছে৷ ১৭ বছর বয়সী নিজের স্কুলের বন্ধুর উপর গুলি চালায় দুই পড়ুয়া৷ ঘটনায় দুই নাবালককে গ্রেফতার করেছে পুলিশ৷
 বাবার পিস্তল নিয়ে বন্ধুর উপর গুলি চালানোর অভিযোগ! গুরুগ্রামের অভিজাত এলাকা থেকে গ্রেফতার ক্লাস ১১-এর ২ ছাত্র প্রতীকী ছবি
বাবার পিস্তল নিয়ে বন্ধুর উপর গুলি চালানোর অভিযোগ! গুরুগ্রামের অভিজাত এলাকা থেকে গ্রেফতার ক্লাস ১১-এর ২ ছাত্র প্রতীকী ছবি
advertisement

গতকাল ৮ নভেম্বর ঘটেছে এই ঘটনা৷ ওইদিনই গুরুগ্রামের সেক্টর ৪৮-এ গুলি চালানোর খবর পায় পুলিশ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আহত কিশোরকে পার্শবর্তী হাসপাতালে নিয়ে যায় ওই কিশোরের পরিবার৷

আরও পড়ুন: গিজার নাকি হিটিং রড! সস্তায় গরম জল পেতে কোনটি ব্যবহার করবেন? কমে যাবে বিদ্যুতের খরচ, শীত পড়ার আগেই বিশদে জেনে নিন

advertisement

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিন ছাত্রের মধ্যে পূর্বের একটি ঝামেলা থেকেই ঘটেছে এই গুলি চালানোর ঘটনা৷ তিনজন কিশোরই যদুবংশী স্কুলে পড়ে, যা আবাসিক কমপ্লেক্সের কাছাকাছি অবস্থিত। আহত ছাত্রের মায়ের অভিযোগ, প্রধান অভিযুক্ত, যে কিশোর আক্রমণ করতে বাবার বন্দুক ব্যবহার করে, সেই নাকি আহত কিশোরকে ফোন করে দেখা করতে বলেছিল।

আহত কিশোরের মায়ের অভিযোগ, কিশোর প্রথমে যেতে চায় নি৷ বারবার অনুরোধের পরে রাজি হয়েছিল। এমনকী অভিযুক্ত আহতের বাড়ি পর্যন্ত তাকে তুলে নিতে যায়৷

advertisement

আরও পড়ুন: ‘খুন করেছি…’, স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ! থানায় গিয়ে স্বীকার স্বামীর, পুরুলিয়ার ঘটনায় বিরাট চাঞ্চল‍্য

ঘটনায় একটি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচটি কার্তুজ এবং একটি খালি কার্তুজও উদ্ধার করেছে পুলিশ৷ অভিযুক্তের বাসস্থানের একটি ঘরে একটি বাক্সের ভিতরে আরেকটি ম্যাগাজিন এবং ৬৫টি জীবন্ত কার্তুজ পাওয়া গিয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ঘটনায় গুরুগ্রাম পুলিশ পিআরও-এর জারি করা এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘“ভুক্তভোগী চিকিৎসাধীন এবং গুরুতর অবস্থায় রয়েছে। পুলিশ দল আইন অনুযায়ী আরও ব্যবস্থা নিচ্ছে। তদন্ত চলছে’’৷

বাংলা খবর/ খবর/দেশ/
বাবার পিস্তল নিয়ে বন্ধুর উপর গুলি চালানোর অভিযোগ! গুরুগ্রামের অভিজাত এলাকা থেকে গ্রেফতার ক্লাস ১১-এর ২ ছাত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল