জানা গিয়েছে, ধর্ষণে অভিযুক্তের বাবা-মায়ের করা আবেদন ়নিয়ে আইনজীবী প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে পৌঁছন৷ ওই আইনজীবী নিজের বক্তব্য পেশ করা শুরু করতেই ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি৷
আরও পড়ুন: এবার চালু হচ্ছে ওয়াটার মেট্রো! শুধু ভারতে নয়, দক্ষিণ এশিয়াতেও এই প্রথম
মামলাকারীদের রীতিমতো ভর্ৎসনা করে তিনি বলেন, আপনাদের ছেলে ধর্ষণের অভিযোগে জেলে রয়েছে৷ আর আপনারা চান এই শিশুটির অধিকার আপনাদের দেওয়া হোক?
advertisement
প্রধান বিচারপতির এই প্রশ্নের পরেও নিজের মক্কেলের পক্ষে যুক্তি সাজান আইনজীবী৷ তিনি বলেন, শিশুটির ভালর কথা ভেবেই এই দাবি জানানো হচ্ছে৷ এ কথা শুনে আর এক বিচারপতি পি এস নরসিমহা বলেন, আপনারা জানেন, আপনারা কী বলছেন? প্রধান বিচারপতি তখন বলেনস সুপ্রিম কোর্টে যে সব মামলা শুনানির জন্য আসছে, তার একটা সীমা থাকা প্রয়োজন৷ এই আবেদন খারিজ করা হল৷