ইস্তেহারে বলা হয়েছে ক্ষমতায় এলে নাগরিকত্ব বিল প্রত্যাহার করা হবে অবিলম্বে। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ক্ষুব্ধ দেশের উত্তর-পূর্বের বাসিন্দারা ও উত্তর-পূর্বের বাসিন্দাদের ইচ্ছের বিরুদ্ধে এই বিল প্রস্তাব করেছে বিজেপি সরকার, মত কংগ্রেসের।
২০১৮ সালে অসমের NRC বা নাগরিকপঞ্জি নিয়েও একাধিক বিতর্কের সূত্রপাত হয়েছে । বিজেপির তরফ থেকে বারবার নাগরিকপঞ্জি আরোপের কথাও বলা হয়েছে । এবার নাগরিকপঞ্জির প্রসঙ্গে কংগ্রেসের বিশেষ আশ্বাস-ক্ষমতায় এলে কোনও নাগরিক যাতে নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা থেকে বাদ না যান সেই বিষয়টিতে বাড়তি গুরুত্ব দেওয়া হবে, আশ্বাস দলীয় ইস্তেহারে।
advertisement
পাশাপাশি আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পার পূনর্মূল্যায়নের আশ্বাস দেওয়া হয়েছে ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 02, 2019 1:34 PM IST