সূত্রের খবর, আয়কর দফতরে করদাতাদের থেকে একাধিক অভিযোগ জমা পড়েছে ৷ তাতে সকলেই এই লিঙ্ক করাতে পারেননি বলে জানিয়েছেন ৷ তাদের মধ্যে প্রবীণদের সংখ্যায় বেশি বলে জানা গিয়েছে ৷ এদের মধ্যে অনেকেই অনলাইন লিঙ্ক করতে পারেননি কারণ ইন্টারনেট ও কম্পিউটার ব্যবহারে তারা অতটা দক্ষ নয় ৷
এছাড়াও অনেকে জানিয়েছেন যে আধার ও প্যান কার্ডে আলাদা নাম বা বানান আলাদা থাকায় লিঙ্ক করতে পারেননি তারা ৷ পাশাপাশি NRI রা কেন্দ্রের এই নতুন নিয়মে উদ্বেগ প্রকাশ করেছে ৷ একগুচ্ছ অভিযোগ তুলে কেন্দ্রকে বর্তমান নিয়ম পুনর্বিবেচনা করে দেখার অনুরোধ জানিয়েছে। বয়সের কারণে বা অসুস্থতার কারণে অনেকেই সেন্টারে গিয়ে আধারে নাম নথিভুক্ত করতে পারেননি ৷
advertisement
যাবতীয় অভিযোগ পেয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে কেন্দ্র ৷ আধার ও প্যান লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হতে পারে ৷ আয়কর জমা দেওয়ার শেষ দিন ৩১ জুলাই ৷ রিটার্ন জমা দিতে নাগরিকদের যাতে সমস্যা না হয় সেদিকে নজর দেওয়া হচ্ছে ৷
নম্বর লিঙ্ক করতে না পারলে কাগজে কলমেও ট্যাক্স রিটার্ন জমা দেওয়া যাবে ও তার অথেনটিকেশনের জন্যও বাড়তি সময় পাওয়া যেতে পারে। সরকারি তথ্য অনুযায়ী, ১৭ জুলাই পর্যন্ত কেবল ২৫শতাংশ মানুষ আধার ও প্যান কার্ড লিঙ্ক করেছে ৷
কালো টাকার রমরমা রুখতে ও জাল নথিপত্র দেখিয়ে কর ফাঁকি দেওয়ার প্রবণতাকে শেষ করতে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ কিন্তু লিঙ্ক করার জন্য বাড়তি সময় দিতে পারে কেন্দ্র ৷ তবে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি ৷