TRENDING:

CISF constable Kulwinder: কঙ্গনাকে চড় মেরে এখন কোথায় আছেন মহিলা জওয়ান কুলবিন্দর?

Last Updated:

গত ৬ জুন বিমানবন্দরে সিকিউরিটি চেকিংইয়ের পরই ঘটনাটি ঘটে। কঙ্গনার অভিযোগ, তাঁকে চড় মেরেছিলেন এক মহিলা জওয়ান। অভিযুক্ত কুলবিন্দরকে এর পরই হেফাজতে নেয় সিআইএসএফ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চন্ডীগড়: চন্ডীগড় বিমানবন্দরে চড়কান্ডের এক মাস পার। ফের শিরোনামে সিআইএসএফ মহিলা জওয়ান কুলবিন্দর কৌর। সাংসদ তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে চড় মেরে জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলেছিলেন কুলবিন্দর। ঘটনার পরই অভিযুক্ত কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছিল। এতে সমর্থন ছিল না বিভিন্ন বুদ্ধিজীবী মহল এবং বিজেপি বিরোধীদের একাংশের। বুধবার শোনা গেল, একমাসের মধ্যেই নাকি তাঁর সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। এ কথা কি সত্যি?
কঙ্গনাকে চড় মেরেছিলেন মহিলা জওয়ান কুলবিন্দর
কঙ্গনাকে চড় মেরেছিলেন মহিলা জওয়ান কুলবিন্দর
advertisement

সূত্রের খবর, এখনও তিনি সাসপেনশনেই রয়েছেন। তাঁকে বেঙ্গালুরুতে সিআইএসএফ-এর একটি রিজার্ভ ব্যাটেলিয়নে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও চলছে বলে জানা যায়। যে কারণে পুরোদমে কাজে ফেরা এখনই তাঁর পক্ষে সম্ভব নয়।

আরও পড়ুন- ভিড়ে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা! আতঙ্ক নয়, দুর্ঘটনা এড়াতে কী করবেন?

লোকসভা নির্বাচনে হিমাচলের মান্ডি থেকে জয়লাভ করে খুশি মনে দিল্লি ফিরছিলেন কঙ্গনা। গত ৬ জুন চন্ডীগড় বিমানবন্দরে সিকিউরিটি চেকিংইয়ের পরই সেই ঘটনা ঘটে। কঙ্গনার অভিযোগ, তাঁকে চড় মেরেছেন এক মহিলা জওয়ান। অভিযুক্ত কুলবিন্দরকে এর পরই হেফাজতে নেয় সিআইএসএফ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যদিও কঙ্গনাকে চড় মারার কারণ ভিডিয়ো করে ব্যখ্যাও করে দেন কুলবিন্দর। তাঁকে বলতে শোনা যায়, “কঙ্গনা বলছিলেন মহিলারা ১০০টাকার জন্য কৃষক আন্দোলনে শামিল হয়েছেন! সেই সময় আমার মাও আন্দোলনে ছিলেন।” স্পষ্টই, সংসদে কঙ্গনার মন্তব্য গায়ে লেগেছিল কৃষককন্যা কুলবিন্দরের। তাই বলে আইন নিজের হাতে নিয়ে নেবেন একজন নিরাপত্তারক্ষী হয়ে? এ নিয়েই প্রতিবাদে মুখর হয়েছিলেন কঙ্গনা সহ গেরুয়া শিবির। এর পরই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কুলবিন্দরকে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
CISF constable Kulwinder: কঙ্গনাকে চড় মেরে এখন কোথায় আছেন মহিলা জওয়ান কুলবিন্দর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল