দু’দেশের মধ্যে এই নিয়ে চাপানউতোর অব্যাহত। ইসরোর স্যাটেলাইটের মাধ্যমে চিনের গতিবিধির উপর নজর রাখছে ভারত ৷ মিলিটারি অপারেশন রিম স্যাটেলাইটে রিয়াল টাইম ছবি পাওয়া যাচ্ছে ৷ লাগাতার এর মাধ্যমে চিনের গতিবিধির উপ নজর রাখা হচ্ছে ৷ পাশাপাশি এই ছবিগুলি বিদেশ মন্ত্রালয়েও পাঠানো হচ্ছে ৷
ভারত, ভুটান ও চিনের সীমান্তে দু’পক্ষের সেনা মুখোমুখি ৷ সম্প্রতি ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত জানিয়েছেন ভারত চিনের সঙ্গে যুদ্ধ করার জন্য একদম তৈরি ৷
advertisement
এরই মাঝে ভারতীয় নৌসেনার নজরে পড়ল ভারত মহাসাগরে চিনের নতুন সাবমেরিন। এই নিয়ে ভারত মহাসাগরে সাতটি সাবমেরিন মোতায়েন করল তারা।
ডোকা লা এলাকায় রাস্তা তৈরিতে বাধা দিতেই চিনের সঙ্গে চাপানউতোর শুরু হয় ভারতের ৷ এই নিয়ে ভুটানের সঙ্গেও মতবিরোধ চলছে চিনের ৷ জুনের ৩০ তারিখ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল নয়াদিল্লি ৷ এরপরই এলকায় বেশি সেনা মোতায়ন করা হয়েছে ৷