TRENDING:

ভারতীয় মহাসাগরে চিনের সাবমেরিন, ধরা পড়ল ইসরোর স্যাটেলাইটে

Last Updated:

ভারতীয় নৌসেনার নজরে পড়ল ভারত মহাসাগরে চিনের নতুন সাবমেরিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সীমান্তে চলতে থাকা টানাপোড়েন নিয়ে ফের ভারতকে হুঁশিয়ারি চিনের ৷ বেশ কয়েকদিন ধরেই ভারত ও চিনের মধ্যে টানাপোড়েন অব্যাহত ৷ ভারত, ভুটান ও চিনের মধ্যবর্তী সীমান্তে ডোকা লা এলাকায় ঢুকে পড়েছে চিনা আর্মি ৷ জানা গিয়েছে, সেখানে রাস্তার তৈরির কাজও শুরু করে দিয়েছে চিন ৷ সেই কাজে দিল্লি ও থিম্পু বাধা দিতেই সমস্যার সূত্রপাত ৷ এরপর থেকেই দু’দেশের মধ্যে উত্তেজনা চলছে ৷ দুই দেশের তরফেই ওই এলাকায় উল্লেখযোগ্যভাবে সেনা মোতায়ন বাড়িয়েছে ৷
advertisement

দু’দেশের মধ্যে এই নিয়ে চাপানউতোর অব্যাহত। ইসরোর স্যাটেলাইটের মাধ্যমে চিনের গতিবিধির উপর নজর রাখছে ভারত ৷ মিলিটারি অপারেশন রিম স্যাটেলাইটে রিয়াল টাইম ছবি পাওয়া যাচ্ছে ৷ লাগাতার এর মাধ্যমে চিনের গতিবিধির উপ নজর রাখা হচ্ছে ৷ পাশাপাশি এই ছবিগুলি বিদেশ মন্ত্রালয়েও পাঠানো হচ্ছে ৷

ভারত, ভুটান ও চিনের সীমান্তে দু’পক্ষের সেনা মুখোমুখি ৷ সম্প্রতি ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত জানিয়েছেন ভারত চিনের সঙ্গে যুদ্ধ করার জন্য একদম তৈরি ৷

advertisement

এরই মাঝে ভারতীয় নৌসেনার নজরে পড়ল ভারত মহাসাগরে চিনের নতুন সাবমেরিন। এই নিয়ে ভারত মহাসাগরে সাতটি সাবমেরিন মোতায়েন করল তারা।

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

ডোকা লা এলাকায় রাস্তা তৈরিতে বাধা দিতেই চিনের সঙ্গে চাপানউতোর শুরু হয় ভারতের ৷ এই নিয়ে ভুটানের সঙ্গেও মতবিরোধ চলছে চিনের ৷ জুনের ৩০ তারিখ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল নয়াদিল্লি ৷ এরপরই এলকায় বেশি সেনা মোতায়ন করা হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ভারতীয় মহাসাগরে চিনের সাবমেরিন, ধরা পড়ল ইসরোর স্যাটেলাইটে