TRENDING:

Chinese Soldier Living in India: ১৯৬৩ থেকে ভারতের বাসিন্দা, চিনের প্রাক্তন এই সেনাকে এবার দেশে ফিরতে হবে? জানুন তাঁর কাহিনি

Last Updated:

যে কোনও ওয়াং চি-কে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে, এমনই আশঙ্কা করছে তাঁর পরিবার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভোপাল: বয়স ৮৫, আদতে তিনি চিনা নাগরিক৷ কিন্তু গত ৫০ বছরের বেশি সময় ধরে তাঁর ঠিকানা মধ্যপ্রদেশের বালাঘাট জেলা৷ চিনের সেনাবাহিনীর প্রাক্তন এই সদস্যকে হয়তো এবার নিজের দেশে ফিরতে হবে৷ ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্তে উত্তেজনা বৃদ্ধির পরই প্রাক্তন এই চিনের সেনাবাহিনীর প্রাক্তন এই সদস্যদের ভারতে থাকা নিয়ে নতুন করে জটিলতার সৃষ্টি হয়েছে৷
নিজের পরিবারের সঙ্গে ওয়াং চি৷
নিজের পরিবারের সঙ্গে ওয়াং চি৷
advertisement

বালাঘাট জেলার বাসিন্দা ওই বৃদ্ধের আসল নাম ওয়াং চি৷ স্থানীয়রা তাঁকে চেনেন রাজ বাহাদুর নামে৷ বালাঘাটে নিজের পরিবারও রয়েছে ওয়াং চি-র৷ অনেকদিন আগেই ওয়াং চি-র ভারতে থাকার ভিসার মেয়াদ শেষ হয়েছে৷ এতদিন বিষয়টি নিয়ে সেভাবে নাড়াচাড়া হয়নি৷ কিন্তু ভারত-পাক সীমান্ত উত্তেজনার পরই ভারতে অবৈধ ভাবে বসবাসকারী বিদেশিদের চিহ্নিত করতে প্রশাসনিক তৎপরতা বেড়েছে৷ ফলে যে কোনও ওয়াং চি-কে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে, এমনই আশঙ্কা করছে তাঁর পরিবার৷

advertisement

ওয়াং চি-র পুত্র বিষ্ণু জানিয়েছেন, কিছুদিন আগেই ভিসা পুনর্নবীকরণের জন্য তাঁর বাবাকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ ওই বৃদ্ধকে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসে গিয়েও দেখা করতে বলা হয়েছে৷ এর আগে কোনওদিনই ওয়াং চি-কে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসে ডাকা হয়নি বলে জানিয়েছেন তাঁর ছেলে৷ ফলে ওয়াং চি-কে বিতাড়িত করা হতে পারে, এই আশঙ্কা বাড়ছে৷

advertisement

চিনা সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মিতে ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত ছিলেন ওয়াং চি৷ ১৯৬৩ সালের ৫ জানুয়ারি অরুণাচল প্রদেশে ভুলবশত সীমান্ত পেরিয়ে ভারতীয় এলাকায় ঢুকে পড়ার পর ভারতীয় সেনার হাতে বন্দি হন তিনি৷ চিনের গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয় ওয়াং চি-র বিরুদ্ধে৷ আট বছর ভারতের জেলে বন্দি থাকেন তিনি৷

এর পর জেল থেকে ছাড়া পেয়ে আর দেশে ফেরেননি ওয়াং চি৷ ভারতেই থেকে যান তিনি৷ মধ্যপ্রদেশের বালাঘাটের তিরোদি গ্রামে থাকতে শুরু করেন ওয়াং চি৷ তাঁর নাম হয় রাজ বাহাদুর৷ স্থানীয় এক আদিবাসী মহিলাকে বিয়ে করে সংসার শুরু করেন চিনা সেনার ওই প্রাক্তন সদস্য৷

advertisement

ওয়াং চি-র ছেলে জানিয়েছেন, এর আগে কোনওদিনই দীর্ঘমেয়াদি ভিসার আবেদন করেননি ওয়াং চি৷ তার উপর প্রত্যেক চার বছর অন্তর ভিসার পুনর্নবীকরণ করতে ১৫ হাজার টাকা লাগে৷ যেহেতু ওয়াং চি-র পরিবারের আর্থিক অবস্থা যথেষ্টই খারাপ, তাই চার বছর অন্তর এই টাকা জোগাড় করাও তাঁদের পক্ষে কষ্টকর বলে জানিয়েছেন ওয়াং চি-র ছেলে৷ তাঁদের আশা, এবার যদি ওয়াং চিকে দীর্ঘমেয়াদী ভিসা দেওয়া হয়, তাহলে জীবনের শেষ কয়েকটা বছর ভারতে নিজের পরিবারের সঙ্গেই কাটাতে পারবেন চিনা সেনার প্রাক্তন ওই সদস্য৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তার উপর ওয়াং চি বিদেশি নাগরিক হওয়ায় তাঁর নাতি, নাতনিদের জাতি শংসাপত্র দিতেও অস্বীকার করছে স্থানীয় প্রশাসন৷ ফলে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়ছে ওয়াং চি-র পরিবার৷

বাংলা খবর/ খবর/দেশ/
Chinese Soldier Living in India: ১৯৬৩ থেকে ভারতের বাসিন্দা, চিনের প্রাক্তন এই সেনাকে এবার দেশে ফিরতে হবে? জানুন তাঁর কাহিনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল