বেশ কয়েকদিন ধরেই ভারত ও চিনের মধ্যে রাস্তা তৈরি নিয়ে দুই দেশের মধ্যে অচলাবস্থা চলছিল ৷ ভারত, ভুটান ও চিনের মধ্যবর্তী সীমান্তে ডোকা লা এলাকায় ঢুকে পড়েছে চিনা আর্মি ৷ জানা গিয়েছে, সেখানে রাস্তার তৈরির কাজও শুরু করে দিয়েছে চিন ৷ সেই কাজে দিল্লি ও থিম্পু বাধা দিতেই সমস্যার সূত্রপাত ৷ এরপর থেকেই দু’দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়তে ছেকেছে ৷ দুই দেশের তরফেই ওই এলাকায় উল্লেখযোগ্যভাবে সেনা মোতায়ন বাড়ানো হয়েছিল ৷
advertisement
এরপর দুই দেশ সেনা প্রত্যাহার করে নেওয়ায় দুই দেশের মধ্যে ঝামেলার নিষ্পত্তি হয়েছে ৷ তবে ফের সেই অচলাবস্থার স্থল থেকে ১০ কিমি দূরে চিন রাস্তার তৈরির কাজ শুরু করে দিয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 06, 2017 1:55 PM IST