TRENDING:

Child: রাস্তায় কুড়িয়ে পাওয়া মেয়ে পেল ইতালিয়ান বাবা-মা'কে, ঘটনাটি শুনলে চোখে জল আসবে

Last Updated:

Child: যে সময় প্রিয়াঙ্কাকে উদ্ধার করা হয়েছিল, সেই সময় তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল এবং শ্বাসকষ্টের কারণে তাকে ৩ দিন ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাতনা: নবরাত্রির প্রথম দিনে সাতনা উতৈলীতে অবশেষে ২ বছরের অনাথ প্রিয়াঙ্কা তার বাবা-মায়ের আশ্রয় খুঁজে পেল। হ্যাঁ, এই নিষ্পাপ শিশুটিকে দত্তক নিয়েছেন এক ইতালিয়ান দম্পতি। এক সময় জীবন-মৃত্যুর মধ্যে দুলতে থাকা অসহায় এই শিশুটি এবার ইতালির মিলান শহরে নতুন জীবন শুরু করবে। প্রিয়াঙ্কাকে ২০২০ সালের অক্টোবরে সিধি জেলার চুরহাটে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশের সহায়তায় এরপর দীর্ঘদিন পর পারিবারিক আশ্রয়ে গেল শিশুটি।
মা-বাবাকে পেল প্রিয়াঙ্কা
মা-বাবাকে পেল প্রিয়াঙ্কা
advertisement

যে সময় প্রিয়াঙ্কাকে উদ্ধার করা হয়েছিল, সেই সময় তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল এবং শ্বাসকষ্টের কারণে তাকে ৩ দিন ভেন্টিলেশনে রাখা হয়েছিল। যখন সে সুস্থ হয়ে ওঠে, তখন তার প্রয়োজন ছিল মাতৃস্নেহের। প্রিয়াঙ্কাকে ভারতের ২৫ জন দম্পতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দত্তক নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা প্রিয়াঙ্কাকে শেষ পর্যন্ত দত্তক নেননি।

advertisement

আরও পড়ুন: 'শুভেন্দুর ১১-১২ সালটা দেখুন, DPSC-তে কী করেছিল!' বিস্ফোরক পার্থ, তোলপাড় বাংলা

শেষমেশ প্রিয়াঙ্কাকে আন্তর্জাতিক পর্যায়ে দেখানো হয়। এরপরই ইতালির বাসিন্দা আন্দ্রেয়া ওরসিনি এবং তার স্ত্রী এলিসাবেটা বন্ডিওলি মেয়েটিকে দেখেন এবং প্রথম দেখায় তাকে পছন্দ করেন। সরকারের নির্দেশ অনুযায়ী, ১ বছর আগে এই ইতালিয়ান দম্পতি মেয়েটিকে দত্তক নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন এবং পুরো প্রক্রিয়া শেষে বুধবার ইতালির এই দম্পতি সাতনায় আসেন এবং পুরো প্রক্রিয়া শেষে এই দম্পতি মেয়েটিকে দত্তক নেন।

advertisement

আরও পড়ুন: 'আমাকেও ডেকেছিল তদন্তে, কী হল সেটার?' বিস্ফোরক বিমান বসু! কোন তদন্তের কথা বলছেন?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রিয়াঙ্কা এখন তার মা-বাবার সঙ্গেই থাকবে। সরকারের নির্দেশ অনুযায়ী, মেয়েটির সম্পর্কে তথ্য নেওয়া হবে। মেয়েটিকে দত্তক নেওয়ার পর মা এলিসাবেটা বন্ডিওলি খুব খুশি এবং সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এ বিষয়ে জেলাশাসক অনুরাগ ভার্মা বলেন, ''এটা আমাদের জন্য আনন্দের বিষয় যে ইতালির দম্পতি শিশুকন্যাটিকে দত্তক নিয়েছেন এবং পুরো প্রক্রিয়া শেষে প্রিয়াঙ্কাকে তার দত্তক নেওয়া মা-বাবার হাতে তুলে দেওয়া হয়েছে।''

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Child: রাস্তায় কুড়িয়ে পাওয়া মেয়ে পেল ইতালিয়ান বাবা-মা'কে, ঘটনাটি শুনলে চোখে জল আসবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল