শিশুটিকে খুঁজে বের করার জন্য পুলিশ সুপারের নেতৃত্বে প্রায় দেড়শো পুলিশকর্মী এবং কর্মকর্তার দল পুরো জেলার অলিগলি ও মহল্লায় তন্নতন্ন করে খুঁজতে ব্যস্ত ছিল। পুলিশ আজ শিশুটির দেহ ময়নাতদন্ত করিয়ে তার পরিবারকে হস্তান্তর করেছে।
আরও পড়ুন: ঘটা করে দ্বিতীয় বিয়ে ব্যক্তির, রাতে প্রথম স্ত্রী-এর গোপনাঙ্গে দেওয়া হল ফেভিকুইক! জানুন ঘটনাটি
advertisement
প্রাথমিক অনুমান করা হচ্ছে, শিশুটি খেলতে খেলতে সেখানে চলে যায় এবং নালায় পড়ে যায়। কিন্তু সেখান থেকে বের হতে পারেনি। নালা যেহেতু ময়লা আবর্জনায় ভরা ছিল, তাই তার দিকে কারও নজর যায়নি। শুক্রবার, পুলিশি অনুসন্ধানী কুকুর নালার কাছে পৌঁছানোর পরই শিশুটির খোঁজ পাওয়া যায়। অন্যদিকে, শিশুটির পরিবার তার হত্যার আশঙ্কা প্রকাশ করেছে। পুলিশ শিশুটির দেহ মেডিক্যাল বোর্ডের মাধ্যমে ময়নাতদন্ত করিয়েছে। এ সময় হাসপাতালে শিশুটির পরিবারের পাশাপাশি শহরের অনেক মানুষ এবং পুলিশ ফোর্স উপস্থিত ছিল।
আসলে পালি শহরের ইন্ডাস্ট্রিয়াল থানা এলাকার আনন্দ নগরে মঙ্গলবার দুপুরে বাড়ির বাইরে খেলছিল আড়াই বছরের ছোট্ট মনন। হঠাৎ করে সে নিখোঁজ হয়ে যায়। তার পরিবার আশপাশে খোঁজাখুঁজি করেও কিছু সন্ধান পায়নি। এরপর তারা পুলিশের কাছে যায়। পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে সঙ্গে সঙ্গে সার্চ অপারেশন শুরু করে। পুলিশ অনুসন্ধানী কুকুর নিয়ে মহল্লায় তদন্ত করে, কিন্তু কোনও সন্ধান পাওয়া যায়নি।
আরও পড়ুন: সবার সামনে বকা দিয়েছিলেন, প্রিন্সিপালকে গুলি করে মারল ছাত্র!
পুলিশ সুপারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার এবং বিভিন্ন থানার ইনচার্জসহ প্রায় দেড়শো পুলিশকর্মী শিশুটির সন্ধানে লেগে পড়েন। গত চার দিনে পুলিশ প্রায় ১,০০০ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে। পালি শহরের প্রতিটি মহল্লা ও গলি খুঁজে দেখা হয়েছে। এমনকি জেলার অন্যান্য এলাকায়ও তার সন্ধান চালানো হয়েছে। তবে কিছুই খুঁজে পাওয়া যায়নি। শিশুটিকে না পেয়ে পরিবারের পাশাপাশি শহরের মানুষের মধ্যে ক্ষোভ ছড়াতে শুরু করেছিল। বর্তমানে পুলিশ সব দিক বিবেচনা করে পুরো ঘটনাটির তদন্ত চালিয়ে যাচ্ছে।