TRENDING:

Child Care: ৮০ বছর বয়সি ব্যক্তি দত্তক নিতে এলেন, তারপর যা ঘটল শুনে থ হয়ে যাবেন

Last Updated:

Child Care: উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে ৮০ বছর বয়সি এক ব্যক্তি সন্তান দত্তক নেওয়ার আবেদন জানিয়েছিলেন। মতিনগরে অবস্থিত দত্তক পরিচর্যা কেন্দ্রের লোকজন বৃদ্ধের বয়স দেখে অবাক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখনউ: উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে ৮০ বছর বয়সি এক ব্যক্তি সন্তান দত্তক নেওয়ার আবেদন জানিয়েছিলেন। মতিনগরে অবস্থিত দত্তক পরিচর্যা কেন্দ্রের লোকজন বৃদ্ধের বয়স দেখে অবাক। তারা দত্তক নেওয়ার কারণ জানতে চাইলে বৃদ্ধ বলেন, তাঁর একাকিত্ব দূর করতে তিনি একটি সন্তান দত্তক নিতে চান। দত্তক পরিচর্যা কেন্দ্রের কর্মরত ব‍্যক্তিরা তাঁকে জানান, যে ৮০ বছর বয়সে শিশু দত্তক নেওয়া যায় না। দত্তক নেওয়ার প্রক্রিয়া, বিধি এবং প্রবিধানগুলি এত বয়স্ক কাউকে দত্তক দেওয়ার অনুমতি দেয় না। কিন্তু, তারপরও প্রবীণ তাঁর সিদ্ধান্ত অনড় থাকেন।
 ৮০ বছর বয়সি ব্যক্তি দত্তক নিতে এলেন, তারপর যা ঘটল থ হয়ে যাবেন শুনে
৮০ বছর বয়সি ব্যক্তি দত্তক নিতে এলেন, তারপর যা ঘটল থ হয়ে যাবেন শুনে
advertisement

দত্তক পরিচর্যা কেন্দ্রের লোকজন বৃদ্ধকে এই বয়সে সন্তান দত্তক নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তাঁর স্ত্রী-সন্তান আর এই পৃথিবীতে নেই। যে কারণে তিনি একা বোধ করেন। সেই কারণে তিনি একটি শিশুকে দত্তক নিতে চান, যার সঙ্গে তিনি বাকি জীবন কাটাতে পারবেন।

দত্তক পরিচর্যা কেন্দ্রে শিল্পী সাক্সেনা নামের একজন কর্মী বলেন, ‘এমন ঘটনা প্রথম নয়। দত্তক পরিচর্যা কেন্দ্রে এমন ঘটনা প্রায়ই ঘটে। মানুষ এই পদ্ধতি সম্পর্কে তেমন কিছু জানে না বলেই এমনটা হয়। লোকেরা মনে করে যে, তারা দত্তক পরিচর্যা কেন্দ্রে গেছে এবং দু’মিনিটের মধ্যে শিশুটিকে দত্তক নেওয়া হবে, কিন্তু তা হয় না। সন্তান দত্তক নেওয়া এবং দেওয়ার প্রক্রিয়া, দুইয়ের নিয়ম-কানুন সবই অত্যন্ত সময়সাপেক্ষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিনি আরও জানান, বৃদ্ধকে বিষয়টি বোঝানোর পর তিনি রাজি হন। এমনকী ফোনে অনেক সময় ৬০ বছর বয়সি এবং ৭০ বছরের বৃদ্ধ-বৃদ্ধারা ফোন করে একটি শিশু দত্তক নেওয়ার কথা বলেন। কিন্তু এত বছর বয়সি বৃদ্ধ-বৃদ্ধাকে দত্তক দেওয়ার নিয়ম নেই।

বাংলা খবর/ খবর/দেশ/
Child Care: ৮০ বছর বয়সি ব্যক্তি দত্তক নিতে এলেন, তারপর যা ঘটল শুনে থ হয়ে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল