দত্তক পরিচর্যা কেন্দ্রের লোকজন বৃদ্ধকে এই বয়সে সন্তান দত্তক নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তাঁর স্ত্রী-সন্তান আর এই পৃথিবীতে নেই। যে কারণে তিনি একা বোধ করেন। সেই কারণে তিনি একটি শিশুকে দত্তক নিতে চান, যার সঙ্গে তিনি বাকি জীবন কাটাতে পারবেন।
দত্তক পরিচর্যা কেন্দ্রে শিল্পী সাক্সেনা নামের একজন কর্মী বলেন, ‘এমন ঘটনা প্রথম নয়। দত্তক পরিচর্যা কেন্দ্রে এমন ঘটনা প্রায়ই ঘটে। মানুষ এই পদ্ধতি সম্পর্কে তেমন কিছু জানে না বলেই এমনটা হয়। লোকেরা মনে করে যে, তারা দত্তক পরিচর্যা কেন্দ্রে গেছে এবং দু’মিনিটের মধ্যে শিশুটিকে দত্তক নেওয়া হবে, কিন্তু তা হয় না। সন্তান দত্তক নেওয়া এবং দেওয়ার প্রক্রিয়া, দুইয়ের নিয়ম-কানুন সবই অত্যন্ত সময়সাপেক্ষ।
advertisement
তিনি আরও জানান, বৃদ্ধকে বিষয়টি বোঝানোর পর তিনি রাজি হন। এমনকী ফোনে অনেক সময় ৬০ বছর বয়সি এবং ৭০ বছরের বৃদ্ধ-বৃদ্ধারা ফোন করে একটি শিশু দত্তক নেওয়ার কথা বলেন। কিন্তু এত বছর বয়সি বৃদ্ধ-বৃদ্ধাকে দত্তক দেওয়ার নিয়ম নেই।