TRENDING:

রাস্তায় নয় নমাজ পড়া উচিত মসজিদে, দাবি মনোহর সিং খাট্টারের

Last Updated:

নমাজ মসজিদে পড়া রাস্তায় উচিৎ নয় ৷ হরিয়ানায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মত প্রকাশ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর সিং খাট্টার ৷ তাংর মত ঈদের সময়েও রাস্তায় নমাজ পড়া উচিৎ নয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হরিয়ানা: নমাজ মসজিদে পড়া রাস্তায় উচিৎ নয় ৷ হরিয়ানায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মত প্রকাশ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর সিং খাট্টার ৷ তাঁর মত ঈদের সময়েও রাস্তায় নমাজ পড়া উচিৎ নয় ৷ সম্প্রতি গুরুগ্রামে নমাজ পড়া নিয়ে বিশৃঙ্খলা দেখা দিয়ে ছিল বলে তিনি দাবি করেছেন  ৷
advertisement

আরও পড়ুন : নাবালিকাকে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে

মুখ্যমন্ত্রী খাট্টার আইন শৃঙ্খলা বজায় রাখার তাগিদেই সবার মসজিদে নমাজ পড়া উচিৎ বলে মনে করেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের ঠিক দু’‌দিন আগেই হরিয়ানার গুরুগ্রামের বিভিন্ন জায়গায় শুক্রবারের নমাজ পড়ার সময়ে বিঘ্ন ঘটে। যদিও ঘটনাস্থলে পুলিশ থাকায় কোনও বড় কিছু ঘটেনি বলেই জানা গিয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রবিবার মনোহর সিং খাট্টার এই অনুষ্ঠানেই অন্য় এক প্রসঙ্গে জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে চিঠি দিয়েছেন ৷ অবিলম্বে পাকিস্তানে রবি নদীর প্রবাহ বন্ধ করা হোক এই দাবি জানিয়ে । সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাট্টার জানান যে রবি নদীর জল পাওয়ার কথা আসলে ভারতের। তাই এখানকার মানুষই এই নদীর জল ব্যবহার করবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
রাস্তায় নয় নমাজ পড়া উচিত মসজিদে, দাবি মনোহর সিং খাট্টারের