শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতির নামটি ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। এবার দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিক ভাবে নিযুক্ত হলেন বিচারপতি সঞ্জীব খন্না। বৃহস্পতিবার তাঁকে পরবর্তী প্রধান বিচারপতি নিযুক্ত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে ‘দামি’ স্কুলে বার্ষিক ‘ফি’ কত জানেন…? ধরে বসুন…, শুনলেই আকাশ থেকে পড়বেন!
advertisement
যদিও এখনও প্রধান বিচারপতির পদে আসীন রয়েছেন CJI ডি ওয়াই চন্দ্রচূড়। তবে আগামী ১০ নভেম্বর তাঁর অবসরগ্রহণের কথা। এর পরই, ১১ নভেম্বর প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বিচারপতি খন্না, দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন। (Sanjiv Khanna Next CJI)
এদিন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানান,’ ভারতের সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শের পর, সঞ্জীব খান্নাকে ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করতে পেরে খুশি হয়েছেন। ১১ ই নভেম্বর, ২০২৪ থেকে কার্যকর করা হবে এই নতুন ঘোষণা।’ উল্লেখ্য. গত ২০২২ সালে করোনাকালে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করেন ডি ওয়াই চন্দ্রচূড়।