সি এ এ বিরোধিতায় মোদী বিরোধী মঞ্চ থেকে সরে আসায় রাজ্যে বাম কং মমতাকে তুলোধোনা করে ছাড়ছে। ঘটনার নেপথ্যে তলায় তলায় মোদী- মমতা জোটের অভিযোগ তুলে সরব বিরোধীরা। ঠিক সেই সময়েই রাজ্যে সিএএ নিয়ে দলীয় কর্মশালায় এসে কং এর শীর্ষ নেতা চিদাম্বরমের গলায় মমতার বিরুদ্ধে কোন সমালোচনাই শোনা গেল না। আর, রাজ্যে কংগ্রেসের মমতা বিরোধীতাকে রাজ্য রাজনীতির বাধ্য বাধকতা বলেই সাফাই দিলেন চিদাম্বরম।
advertisement
রাজনীতিক চিদাম্বরম বলেন, ''কে, কোথায় একমঞ্চে সামিল হতে পারলেন কি না সেটা খুব বড় বিষয় নয়। আসলে, সিএএ, এন আর সি বিরোধীতায় লড়াইটাই আসল। অনেক সময় একসাথে লড়াই হতে পারে, অনেক সময় তা নাও হতে পারে। " রাজনৈতিক মহলের মতে, সি এ এ কে হাতিয়ার করে মোদী বিরোধী লড়াইয়ের ময়দানে মমতার মত গুরুত্বপূর্ণ বিরোধীনেত্রীকে কংগ্রেস হাতছাড়া করলে তাতে বিজেপিরই লাভ। সে কারনে, মমতা কংগ্রেস থেকে দূরত্ব তৈরি করলেও, মমতাকে ছাড়তে নারাজ কংগ্রেস।