TRENDING:

চোখের জলে প্রিয় কুমিরকে শেষ বিদায় গ্রামবাসীদের, পালন অশৌচও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেমেতারা: কোনও দেব, দেবী নয়৷ ছত্তীসগড়ে বেমেতারা জেলার বাওয়া মোহতারা গ্রামের মানুষের কাছে ভগবান ছিল একজনই৷ ১৩০ বছর বয়সী কুমিরকে গ্রামবাসীরা আদর করে নাম দিয়েছিল গঙ্গারাম৷ মঙ্গলবার মৃত্যুর পর গঙ্গারাম পেল যোগ্য সম্মান৷
advertisement

প্রায় ১০০ বছর ধরে গ্রামের পুকুরেই থাকত প্রায় সাড়ে ৩ মিটার লম্বা গঙ্গারাম৷ মঙ্গলবার তার মৃত্যুর পর গ্রামবাসীরা এসে গঙ্গারামের শরীর ছুঁয়ে আশীর্বাদ নিতে আসেন৷ বামেতারার সাব ডিভিশনাল আধিকারিকরা ২৫০ কেজি ওজনের কুমিরটিকে নিয়ে যাওয়ার সময় প্রায় ৫০০ জন গ্রামবাসী অংশ নেয় তার শেষযাত্রায়৷ প্রিয় গঙ্গারামের জন্য তারা এক দিন উপোসও করেছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বন দফতরের তরফে অটোপ্সি করে দেহ তুলে দেওয়া গ্রামবাসীদের হাতেই৷ পুকুরের পাশেই কবর দেওয়া হয়েছে গঙ্গারামকে৷ ওখানেই তৈরি হবে তার স্মৃতিসৌধও৷

বাংলা খবর/ খবর/দেশ/
চোখের জলে প্রিয় কুমিরকে শেষ বিদায় গ্রামবাসীদের, পালন অশৌচও