প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ছত্তীসগড়ের জশপুর জেলার দম্পতি শঙ্কর এবং আশা সোমবার রাতে মদ্যপান করেন৷ তার পর শঙ্কর স্ত্রীর সঙ্গে শরীরী সম্পর্ক চাইলেই বেঁকে বসেন আশা৷ এর থেকেই ঝগড়ার সূত্রপাত৷ কলহের মধ্যেই মত্ত অবস্থায় কুয়োতে ঝাঁপ দেন আশা৷ তাঁকে বাঁচাতে কুয়োর ভিতরে লাফ দেন শঙ্করও৷ কোনও মতে উদ্ধার করেন স্ত্রীকে৷ দুজনে কুয়ো থেকে বাইরে বেরিয়ে আসতেই ফের শুরু হয় ঝগড়া৷
advertisement
জানা গিয়েছে, ঝগড়ার মধ্যে আশার গোপনাঙ্গে আঘাত করেন শঙ্কর৷ অভিযোগ, তার পর স্ত্রীকে খুন করেন ক্রোধান্ধ এই যুবক৷ সারা রাত স্ত্রীর নিথর দেহের পাশে বসে ছিলেন তিনি৷ খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ এই ঘটনায় পরবর্তী তদন্ত চলছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 19, 2023 8:06 AM IST