TRENDING:

Chennai Snake Catchers : ১৮০০ গ্রাম বিষ বিক্রি করে আয় ২ কোটির বেশি, এরপরও অস্তিত্বের সংকটে ইরুলা

Last Updated:

Chennai Snake Catchers : দেশে সাপের কামড়ের চিকিৎসার জন্য যে অ্যান্টি-ভেনম প্রয়োজন, সেটাই সরবরাহ করে ইরুলা উপজাতির সদস্যরা৷ প্রায় ৮০ শতাংশ অ্যান্টি ভেনম বা প্রতিষেধক সরবরাহ করে এরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই: তামিলনাড়ুর একটি উপজাতির নাম ইরুলা। এদের কাজটি কী? দেশে সাপের কামড়ের চিকিৎসার জন্য যে অ্যান্টি-ভেনম প্রয়োজন, সেটাই এরা সংগ্রহ ও সরবরাহ করে। গত ৩ বছরে ইরুলা উপজাতিদের সমবায় সংস্থা প্রায় ১৮০০ গ্রাম সাপের বিষ সংগ্রহ ও বিক্রি করে প্রায় ২ কোটি ৩৬ লাখ টাকা লাভ করেছে। কিন্তু এত সাফল্যের পর চেন্নাইয়ের এই আদিবাসীদের পরিস্থিতি ভালো নয়৷ অস্তিত্বের সংকটের মুখে দাঁড়িয়ে তারা৷
অস্তিত্বের সংকটের মুখে দাঁড়িয়ে ইরুলা উপজাতি
অস্তিত্বের সংকটের মুখে দাঁড়িয়ে ইরুলা উপজাতি
advertisement

ইরুলা আদিবাসীরা বিষ আহরণের একটি পুরানো পদ্ধতি ব্যবহার করে। তবে দিন কে দিন তাদের বিশেষ বিষের চাহিদা বাড়ছে। পরিসংখ্যান বলে, সাপের বিষ নিষ্ক্রিয় করতে গোটা দেশে যে বিশাল পরিমান অ্যান্টি ভেনম বা প্রতিষেধক দরকার, তার ৮০ শতাংশ সরবরাহ করে এই ইরুলা সম্প্রদায়৷

আরও পড়ুন : সেনা কর্মীদের বেধরক মার, বান্ধবীকে গান পয়েন্টে গণধর্ষণ! ইনদউরে হাড়হিম ঘটনা

advertisement

ইরুলা আদিবাসীদের এই সাপ ধরে বিষ সংগ্রহ বা তার থেকে বিষের প্রতিষেধক উৎপন্ন করার ব্যাপারটি দীর্ঘদিনের৷ প্রায় ৪৬ বছর ধরে এই কাজটি করে আসছে তারা চলে। ২০২১ সালে একটি তামিল সিনেমায় ব্যাপারটি সামনে নিয়ে আসা হয়৷ জয় ভীম-নামের সেই সিনেমায় দেখানো হয়েছিল, সাপের বিষ সংগ্রহ করা এবং তার থেকে প্রতিষেধক তৈরির ক্ষেত্রে কতটা সমস্যার সামনে পড়তে হয় ইরুলা আদিবাসীর সদস্যদের৷ সম্প্রতি এই সম্প্রদায়ের দুজন তাঁদের কর্ম দক্ষতার স্বীকৃতিস্বরূপ পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন। তাতে যে এই সম্প্রদায়ের মানুষদের যাবতীয় দুর্দশা দূর হয়েছে এমনও নয়৷ অবহেলিতই থেকে গিয়েছে তারা৷

advertisement

আরও পড়ুন : সীতারাম ইয়েচুরির প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল, শোকপ্রকাশ মমতা-রাহুল-অভিষেকের

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

প্রতি বছর দেশে সাপের কামড়ে মৃত্যুর সংখ্যাটা কম নয়৷ পরিসংখ্যান বলে, সংখ্যাটা গড়ে ৫০ হাজারেরও বেশি। ইরুলা উপজাতির প্রায় ৩৫০ জন সদস্য সাপের বিষ সংগ্রহ এবং তার থেকে প্রতিষেধক উৎপন্ন করা কাজ করে থাকেন৷ কোন কোন সাপ থেকে বিষ নেয় তারা? তালিকায় রয়েছে রাসেলস ভাইপার, কমন ক্রেইট এবং কোবরার সাপ৷ মূলত, কাঞ্চিপুরম, চেঙ্গলপাত্তু এবং তিরুভাল্লুর জেলার আশেপাশের খামার থেকে সাপগুলি ধরা হয়। প্রতিটি সাপ থেকে তিন থেকে চারবার বিষ বের করা হয়, এবং ২১ দিন পর সেগুলিকে আবার বনে ছেড়ে দেওয়া হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Chennai Snake Catchers : ১৮০০ গ্রাম বিষ বিক্রি করে আয় ২ কোটির বেশি, এরপরও অস্তিত্বের সংকটে ইরুলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল