TRENDING:

Chattisgarh Maoist Attak: মাওবাদীদের হুমকিকে উপেক্ষা করার মাশুল ছত্তীসগড়ে? ১১ জনের মৃত্যুর পর উঠছে প্রশ্ন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দান্তেওয়াড়া: কয়েক দিন আগেই ছত্তীসগড়ে নকশালরা নিরাপত্তাবাহিনীর উপরে আক্রমণ করবে বলে হুমকি দিয়েছিল মাওবাদীরা৷ মাওবাদীদের দাবি ছিল, নিরাপত্তা বাহিনী স্থানীয় গ্রামবাসীদের উপর অত্যাচার চালাচ্ছে৷ তাঁদের জীবনে সমস্যা তৈরি করছে৷
২০২১ সালের পর ফের বড়সড় হামলা চালালো মাওবাদীরা৷
২০২১ সালের পর ফের বড়সড় হামলা চালালো মাওবাদীরা৷
advertisement

এই হুমকি চিঠির কয়েকদিনের মধ্যেই মঙ্গলবার ছত্তীসগড়ের দান্তেওয়াড়ায় আরানপুর রোডে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বা ডিআরজি-র জওয়ানদের উপরে হামলা চালায় মাওবাদীরা৷ তাতে প্রাণ গিয়েছে ১০ জন জওয়ান এবং একজন সাধারণ মানুষের৷ এই হামলার পর চিরুনি তল্লাশি চালানোর সময় নির্দিষ্ট নিয়মাবলী মানা হয়েছিল কি না, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে৷

এ দিন নিরাপত্তা বাহিনীর ওই দলটিকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা৷ প্রায় এক বছর পর ফের মাওবাদীদের এই ধরনের বড় মাপের হামলা ঘটল ছত্তীসগড়ে৷

advertisement

আরও পড়ুন: 'পুলিশ কি চুড়ি পরে ছিল?' পুলিশের প্রাণ ভিক্ষায় ক্ষুব্ধ মমতা, ক্ষোভের মুখে ডিজি

দান্তেওয়াড়ার ওই জঙ্গলে বুধবার মাওবাদীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করে ডিআরজি-র ওই দলটি৷ নিয়ম অনুযায়ী, এই ধরনের অভিযানে গোয়েন্দা দফতর থেকে ছাড়পত্র পেলে এবং যে পথে তল্লাশি চলবে সেটির নিরাপদ হিসেবে নিশ্চিত হওয়ার পরই অভিযানে এগোয় বাহিনী৷

advertisement

এই ধরনের অভিযানে অনেক সময় আবার রোড ওপেনিং পার্টির সাহায্যও নেওয়া হয়৷ যারা বাহিনীর জওয়ানরা যে পথে এগোবে, সেই রুট পরিদর্শন করে নিরাপত্তা সম্পর্কে সুনিশ্চিত হয়৷

সূত্রের খবর, অভিযান শেষে যখন ডিআরজি-র দলটি সদর দফতরের উদ্দেশে রওনা দেয়, তখন গোয়েন্দা বিভাগ থেকে কোনও তথ্যই সংগ্রহ করা হয়নি৷ ওই সূত্রের আরও দাবি, নির্দিষ্ট খবরের ভিত্তিতেই এ দিন আরনপুরে মাওবাদী দমন অভিযানে নামে ডিআরজি-র দলটি৷ অভিযান শেষে জওয়ানরা যখন ফিরে আসছিলেন, রাস্তায় আইডি বিস্ফোরণ ঘটে৷ তাতেই মৃত্যু হয় দশ জওয়ান এবং তাদের গাড়ির চালকের৷

advertisement

জানা গিয়েছে, ডিআরজি-র জওয়ানরা যে গাড়িতে করে ফিরছিলেন, অনেকক্ষণ ধরেই সেটির উপরে নজর রাখছিল মাওবাদীরা৷ বাহিনীর কনভয় কোন পথে এগোচ্ছে, তার উপরেও নজর রাখছিল তারা৷ নিরাপত্তা বাহিনীর ওই দলটি ফেরার পথও বদল করেনি৷ সেটাও আরও একটা বড় গাফিলতি বলে মনে করা হচ্ছে৷

আরও পড়ুন: শুধু শক্তি নয়, বুদ্ধির জোরে ৭১ জন পড়ুয়াকে বাঁচালেন পুলিশ অফিসার আজহার! প্রশংসায় মমতাও

advertisement

ছত্তীসগড়ে মাওবাদী দমন অভিযানের উদ্দেশ্যে ডিআরজি-র বাহিনী গঠন করা হয়েছিল৷ এই বাহিনীতে স্থানীয়দেরও অন্তর্ভুক্ত করা হয়৷ ছত্তীসগড়ে এখনও পর্যন্ত একাধিক মাওবাদী দমন অভিযানে অংশ নিয়েছে ডিআরজি৷ শুধু নিরাপত্তা বাহিনী নয়, কয়েক দিন আগে পাঠানো হুমকি চিঠিতে স্থানীয় রাজনৈতিক নেতাদের উপরেও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল মাওবাদীরা৷

এই মুহূর্তে মাওবাদীদের নিজেদের সংগঠন মজবুত করার বার্ষিক কর্মসূচি চলছে৷ এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এই কর্মসূচি চলে৷ এই সময় নিরাপত্তা বাহিনীর উপরে বড়সড় হামলার চেষ্টাও করে মাওবাদীরা৷ ফলে নিরাপত্তা বাহিনীও বাড়তি সতর্ক থাকে৷ এক্ষেত্রে কীভাবে তার ব্যতিক্রম হল, সেটাই প্রশ্ন৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

২০২১ সালের এপ্রিল মাসে শেষবার নিরাপত্তা বাহিনীর উপরে মাওবাদীদের শেষ বড়সড় হামলার ঘটনা ঘটেছিল৷ সেবার ছত্তীসগড়েরই বিজাপুরে ২২ জন জওয়ান প্রাণ হারিয়েছিলেন৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Chattisgarh Maoist Attak: মাওবাদীদের হুমকিকে উপেক্ষা করার মাশুল ছত্তীসগড়ে? ১১ জনের মৃত্যুর পর উঠছে প্রশ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল