এফআইআরে খুনের মামলা দায়ের হয়েছে আগেই। লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দেওয়া মামলায় আরও বিপাকে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র। জানা গিয়েছে, লখিমপুর কাণ্ডে ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে চার্জশিটে।সিআরপিসি অনুযায়ী ৯০ দিনের মধ্যে চার্জশিট পেশ করতে হয় পুলিশকে। সেই মতোই এদিন চার্জশিট পেশ করা হয়েছে।
advertisement
গত ৩ অক্টোবর উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের শান্তিপূর্ণ জমায়েতে গাড়ি নিয়ে ঢুকে পড়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে। গাড়ির তলায় চাপা পড়ে মৃত্যু হয় চার কৃষকের। ঘটনায় চার কৃষক এবং একজন স্থানীয় সাংবাদিক ও বিজেপি কর্মী সহ মোট আটজনের মৃত্যু হয়। মামলায় বিভিন্ন এফআইআর-এ সাক্ষীদের মিশিয়ে দেওয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
আরও পড়ুন: মাস্ক না পরেই বাজারে? ক্রেতা-বিক্রেতারা সাবধান! কী হবে জানেন? মেয়র ফিরহাদ জানালেন...
প্রধান বিচারপতি বলেছেন, তিনি চান কৃষক, সাংবাদিক, রাজনৈতিক কর্মী- এই তিন হত্যার সঠিক তদন্ত হোক। বিশেষ তদন্তকারী দল গঠন হয়। পুরো ঘটনার তদন্ত করছে সিট।এর আগে আদালতে সিটের রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, লখিমপুর খেরির কৃষক হত্যার ঘটনা ছিল পরিকল্পতি ষড়যন্ত্র। জনরোষ উপেক্ষা করে অভিযুক্ত আশিসের বাবাকে এখনও কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর পদে বহাল রাখা নিয়ে এমনিতেই অস্বস্তিতে বিজেপি। তার পরে আবার বিরোধীরাও আরও চাপ বাড়াচ্ছেন। মন্ত্রীর বরখাস্তের দাবিতে পথে নেমেছে গোটা বিরোধী শিবির।