TRENDING:

Chandrayaan 3: আর মাত্র ২৫ কিলোমিটার, বুধেই চাঁদে পৌঁছচ্ছে চন্দ্রযান! গোটা সফর দেখতে পাবেন সাধারণ মানুষও

Last Updated:

আগামী ২৩ অগাস্ট, বুধবার বিকেল ৬টা বেজে ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করার কথা ল্যান্ডার বিক্রমের৷ আর চাঁদের মাটিতে নামার এই গর্বের মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন সাধারণ মানুষও৷ কিন্তু কী ভাবে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আর মাত্র ২৫ কিলোমিটার৷ চাঁদের কক্ষপথে সফলভাবে আরও একধাপ নেমেছে চন্দ্রযান ৩৷ শনিবার গভীর রাতে সফল হয়েছে দ্বিতীয় ডি-বুস্টিং প্রক্রিয়া৷ অন্যদিকে, চন্দ্রাভিযানে ভারতকে টপকে যাওয়ার চেষ্টা মাঝমাঠেই মারা পড়েছে রাশিয়ার৷ চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে ‘ক্র্যাশ ল্যান্ডিং’ করেছে লুনা-২৫৷
advertisement

রবিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে ট্যুইটে জানানো হয়েছে, আগামী ২৩ অগাস্ট, বুধবার বিকেল ৬টা বেজে ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করার কথা ল্যান্ডার বিক্রমের৷ আর চাঁদের মাটিতে নামার এই গর্বের মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন সাধারণ মানুষও৷ কিন্তু কী ভাবে?

Read : চন্দ্রযান-৩ ল্যান্ডিং লাইভ | Chandrayaan-3 Landing Live Updates

advertisement

এদিন ইসরোর তরফে ট্যুইটে জানানো হয়েছে, আগামী ২৩ অগাস্ট বিকেল ৫টা ২৭ মিনিট থেকে শুরু হয়ে যাবে চন্দ্রাভিযানের লাইভ৷ আর সেই লাইভ দেখা যাবে ISRO Website (https://isro.gov.in), YouTube (https://youtube.com/watch?v=DLA_64yz8Ss), Facebook https://facebook.com/ISRO

and DD National TV-তে৷

আরও পড়ুন: হস্টেলে ‘আতঙ্কের’ আরেক নাম ছিল সত্যব্রত! ‘ভয়’ পেতেন সুপারও, বাবা ফল বিক্রি করেন, মা সেলাইয়ের কাজ

advertisement

advertisement

১৪ জুলাই, ঠিক ২টো বেজে ৩৫ মিনিটে ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গিয়েছিল এক সুবর্ণ সময়৷ চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-৩৷ ১৭ অগাস্ট, ভারতীয় সময় দুপুর ১টা নাগাদ চন্দ্রযান-৩ এর ল্যান্ডার ‘বিক্রম’ সফলভাবে মহাকাশযান থেকে আলাদা হয়৷

আরও পড়ুন: চাঁদের একগুচ্ছ ছবি পাঠাল ল্যান্ডার ‘বিক্রম’, হল সফল ডি-বুস্টিং, স্বাস্থ্যও ভাল বলছেন বিজ্ঞানীরা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শনিবার রাত ২টো নাগাদ ডি-বুস্টিং করে বিক্রমের শেষ কক্ষপথ পরিবর্তন করানো হয়েছে। ইসরো জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে বিক্রম। এই ল্যান্ডার বিক্রমের মধ্যেই রয়েছে রোভার প্রজ্ঞান৷ চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে সফ্ট ল্যান্ডিং সফল হলে ল্যান্ডার বিক্রম থেকে পৃথক রোভার প্রজ্ঞান৷ এই রোভারই চাঁদ সম্পর্কে বিভিন্ন তথ্য পৌঁছে দেবে ইসরোর কাছে৷ এর আগের বার ল্যান্ডিংয়ের সময়েই বিফল হয়েছিল ভারত৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Chandrayaan 3: আর মাত্র ২৫ কিলোমিটার, বুধেই চাঁদে পৌঁছচ্ছে চন্দ্রযান! গোটা সফর দেখতে পাবেন সাধারণ মানুষও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল