TRENDING:

Jharkhand Political Crisis: ঝাড়খণ্ডের জেএমএম বিধায়করা গেলেন হায়দরাবাদে, রাজ্যপাল শপথে ডাকবেন কাল?

Last Updated:

Jharkhand Political Crisis: বৃহস্পতিবার রাতেই জেএমএম-এর ৩৮ জন বিধায়ককে হায়দরাবাদে নিয়ে যাওয়া হচ্ছে৷ সেখানেই থাকবেন তাঁরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাঁচি: ঝাড়খন্ডের রাজনৈতিক মানচিত্রে নাটক চলছেই৷ কয়েকদিন আগে বিহারের রাজনৈতিক সমীকরণের আমূল পরিবর্তন হয়৷ তার পরেই এ বার ঝাড়খন্ড৷ সে রাজ্যে হেমন্ত সরেন গ্রেফতার হওয়ার পরেই চম্পই সরেন মুখ্যমন্ত্রী হওয়ার কথা৷ সেই বিষয়েই এবার আরও সতর্ক থাকতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে জেএমএম৷ বৃহস্পতিবার রাতেই জেএমএম-এর ৩৮ জন বিধায়ককে হায়দরাবাদে নিয়ে যাওয়া হচ্ছে৷ সেখানেই থাকবেন তাঁরা৷
advertisement

জেএমএম জোটের দলনেতা চম্পই সরেন বিধায়কদের নিয়ে সে রাজ্যের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকে সরকার গঠন করার দাবি জানাতে যান৷ সেখানে তিনি যত দ্রুত সম্ভব শপথগ্রহণ অনুষ্ঠান করার জন্য আবেদন জানান৷ চম্পই সরেনের সঙ্গে ছিলেন আরজেডি-এর বিধায়ক, সিপিআইএম-এল-এর দুই বিধায়কও৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ঝাড়খন্ডে ঠিক কী পরিস্থিতি হবে, তা এখনও স্পষ্ট নয়৷ যদিও, কোনও কোনও সূত্রের খবর, রাজ্যপাল এখনই শপথগ্রহণের অনুষ্ঠান করতে চাইছেন না৷ তিনি চম্পই সরেনের দাবি আপাতত বিবেচনায় রাখলেও স্পষ্ট করে নতুন সরকার গঠনের দিনক্ষণ ঘোষণা করেননি রাজ্যপাল৷ আবার অন্য সূত্র বলছেন, নতুন সরকার গঠনের জন্য শুক্রবারই বিধায়কদের ডাকতে পারেন রাজ্যপাল৷ সব মিলিয়ে বিষয়টি এখনও স্পষ্ট নয়৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Jharkhand Political Crisis: ঝাড়খণ্ডের জেএমএম বিধায়করা গেলেন হায়দরাবাদে, রাজ্যপাল শপথে ডাকবেন কাল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল