আরও পড়ুন: হাড়হিম করা ঘটনা! ওড়িশার গবেষক মহিলাকে শারীরিক হেনস্থা, গ্রেফতার তিন
রাজধানী পাটনার পুনপুনের পৈমার গ্রামে শুক্রবার সকালে ছট পুজাের সময় পুনপুন নদীতে স্নান করতে গিয়ে একজন মধ্যবয়সী ব্যক্তি ডুবে যান এবং তার মৃত্যু হয়। এছাড়াও মুজাফ্ফরপুরে ছট পুজাের সময় পুকুরে ডুবে একজনের মৃত্যু হয়েছে, যা নিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে মনিয়ারী থানা এলাকার মহম্মদপুর মুবারক পঞ্চায়েতের মথুরাপুর গ্রামের বাসিন্দা অরুণ রামের মৃত্যু হয় মথুরাপুর গ্রামের পুকুরের ছট ঘাটে স্নান করতে গিয়ে। এছাড়াও ছাপড়ার তেরাইয়া থানা এলাকার পাঁচভিন্ডা গ্রামে একটি নৌকা উল্টে যায়। নৌকায় মোট ১০ জন ছিল, যাদের মধ্যে দুজনের মৃত্যু হয়, তবে ৮ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন: স্কুটির পিছনে ভয়াবহ ধাক্কা স্করপিও-এর! ১৫ ফুট উড়ে গিয়ে পড়ে শিশুর মৃত্যু
পূর্ণিয়ার বাইসির মালা গ্রামে ছট ঘাটে কিছু লোক তাণ্ডব চালায়, যার ফলে সেখানে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ছট ঘাটে রাখা কলাগাছের থামগুলি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়। এই ঘটনায় এলাকার মানুষ ক্ষুব্ধ। দানাপুরের জানিপুর থানা এলাকার গোনপুরা পুকুর এবং চাকমূসা নগরে ডুবে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়।
পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ছট পুজােয় স্নানের সময় এই দুই ব্যক্তি ডুবে যান। এছাড়া সাসারামের ভানস থানা এলাকার পিপরা গ্রামে ছট পুজাের সময় দুই যুবকের মৃত্যু হয় খালে ডুবে যাওয়ায়। মৃতদের নাম অভিষেক কুমার এবং আয়ুষ কুমার, যাঁরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করেছে।
