আরও পড়ুন: রাষ্ট্রপতি পদপ্রার্থীর কলকাতা সফরে মমতা- দ্রৌপদী সাক্ষাতের সম্ভাবনা, তুঙ্গে কৌতূহল
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতি ও সারা পৃথিবীতে যে নিয়ম চলছে সেই দিকে খেয়াল রেখে বর্তমান স্ট্য়ান্ডিং টেকিনক্য়াল সাব -কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে করোনা টিকার দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের মধ্যেকার সময়সীমা ৯ মাস অর্থাৎ ৩৯ সপ্তাহ থেকে কমিয়ে ৬ মাস অর্থাৎ ২৬ সপ্তাহ করা হোক।
advertisement
আরও পড়ুন: বিদ্রোহী থেকে মুখ্যমন্ত্রী! ড্রাম বাজিয়ে স্বামীকে স্বাগত একনাথ শিন্ডের স্ত্রী লতার!
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের দেওয়ার চিঠিতে লেখা হয়েছে, সমস্ত রাজ্য়কে এই নিয়ম মানতে হবে। সেখানে লেখা হয়েছে, '১৮ থেকে ৫৯ বছরের মধ্য়ে যে মানুষেরা করোনার বুস্টার ডোজ পাবেন, তাঁদের দ্বিতীয় টিকা নেওয়ার ৬ মাস অর্থাৎ ২৬ সপ্তাহের মধ্য়ে সেই বুস্টার টিকা দিতে হবে। বেসরকারি করোনা টিকাকরণ কেন্দ্রের ক্ষেত্রে এই নিয়ম রয়েছে। এ ছাড়া যাঁদের বয়স এখন ৬০ বছরের বেশি, পাশাপাশি স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধাদের ক্ষেত্রে সরকারি টিকাকরণের কেন্দ্র থেকে বিনামূল্য়ে করোনার টিকা দেওয়া হবে। তাঁদের ক্ষেত্রেও দ্বিতীয় টিকা নেওয়ার ৬ মাস অর্থাৎ ২৬ সপ্তাহ পর থেকে এই টিকাকরণ করতে হবে।' এই বিষয়ে বিস্তারিত ঘোষণা করে কো-উইন অ্যাপে পরিবর্তন ইতিমধ্য়ে করা হয়ে গিয়েছে।