TRENDING:

পরকীয়ার আসল অর্থ কী, কেন্দ্র জানাল সুপ্রিম কোর্টে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #নয়াদিল্লি: বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য অপরাধ ৷ এমনটাই মনে করে মোদি সরকার ৷ বিবাহ নামক প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রাখতে ব্যাভিচারকে বেআইনি বলাই উচিত বলে সুপ্রিম কোর্টে জানাব কেন্দ্র ৷
advertisement

ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ ধারা খারিজ করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা ৷ সেই মামলার পরিপ্রেক্ষিতেই আদালতকে হলফনামা দিয়ে পরকীয়াকে বেআইনি বলাতেই সায় দিয় কেন্দ্রীয় সরকার ৷ একই সঙ্গে বিয়ে নামক সম্পর্কটির পবিত্রতা বজায় রাখতে ব্যভিচারে জন্য কঠোর শাস্তির ব্যবস্থার পক্ষেই সমর্থন কেন্দ্রের ৷

১৫৭ বছরের পুরনো পরকীয়া সংক্রান্ত আইন ৷ ভারতীয় দন্ডবিধির ৪৯৭ ধারায় লিপিবদ্ধ বিবাহ বহিভূত সম্পর্ক সংক্রান্ত আইনটি ৷ এতে বলা হয়েছে, কোনও পুরুষ কোনও বিবাহিতা মহিলার সঙ্গে তাঁর স্বামীর অজ্ঞাতে এবং তাঁর অনুমতি ছাড়াই বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত হন, তা হলে তা দণ্ডনীয় অপরাধ ৷ তবে এই পরকীয়ার কারণে পুরুষটির জন্য সাজার কথা বলা হলেও মহিলার জন্য কোনও শাস্তির কথা ওই ধারায় উল্লেখ নেই ৷ এই দণ্ডবিধি অনুযায়ী অভিযুক্তের জেল পর্যন্ত হতে পারে ৷

advertisement

আরও পড়ুন 

কানাডার রাস্তায় ক্যাটরিনা কাইফকে হেনস্থা !

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

১৫৭ বছরের পুরনো এই আইনের উপযোগিতা আধুনিক সমাজে নেই, এই দাবিতে আইনটিকে খারিজ করে সম্প্রতি সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন এক অনাবাসী ভারতীয় জোসেফ শাইন ৷ তাঁর মতে, একই অপরাধের জন্য নারী-পুরুষ উভয়েই যেখানে সমানভাবে দায়ী সেখানে একজনকে শাস্তি দেওয়ার কোনও অর্থ নেই ৷ এই আইন মৌলিক অধিকার বিরোধী ৷ এমনকী, এই আইন একটি মেয়ের পক্ষেও অসম্মানজনক ৷ এই আইনে মেয়েদের ‘পুরুষের সম্পত্তি’ বলে ব্যাখা করা হয়েছে বলে মত জোসেফ শাইনের ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
পরকীয়ার আসল অর্থ কী, কেন্দ্র জানাল সুপ্রিম কোর্টে