TRENDING:

জঙ্গি হামলায় অনাথ পড়ুয়াদের মেডিক্যালে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র! জানুন

Last Updated:

পড়ুয়ার পারিবারিক পরিস্থিতি অনুযায়ী, ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস, বিডিএস কোর্সে ভর্তি করা হবে পড়ুয়াদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি :  জঙ্গি হামলায় অভিভাবক হারানো পড়ুয়াদের মেডিক্যাল বা ডেন্টাল কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিকে জঙ্গি হামলায় নিহতদের স্ত্রী ও সন্তানদের নামের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। তবে, দেশের তিনটি মেডিক্যাল কলেজে মাত্র ৪টি আসন সংরক্ষিত রয়েছে এই ক্যাটাগরিতে ভর্তির জন্য। পড়ুয়ার পারিবারিক পরিস্থিতি অনুযায়ী, ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস, বিডিএস কোর্সে ভর্তি করা হবে পড়ুয়াদের।
advertisement

রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, প্রথমে যে সমস্ত পড়ুয়া তাঁদের বাবা ও মা উভয় অভিভাবককেই হারিয়েছেন তাঁদের মধ্য থেকে ভর্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর বাকি আসনগুলিতে ভর্তি হতে পারবেন সেই সমস্ত পড়ুয়া, যাঁদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম অভিভাবক বা সদস্য প্রাণ হারিয়েছেন জঙ্গি হামলায়। তৃতীয় অগ্রাধিকার দেওয়া হবে সেই পড়ুয়াদের, যাঁদের অভিভাবক বিশেষভাবে সক্ষমে পরিণত হয়েছেন অথবা গুরুতর আহত হয়েছেন। এইভাবে ধাপে ধাপে জঙ্গি হামলায় নিহতদের সন্তান ক্যাটাগরিতে পড়ুয়াদের এ

advertisement

এদিকে, সমস্যায় পড়েছেন ইউক্রেন ফেরৎ পড়ুয়ারা।

যুদ্ধ পরিস্থিতি বিগত কয়েক সপ্তাহে আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ভারতে তাঁদের পরীক্ষার মাধ্যমে ইন্টার্নশিপ করার কথা বলা হয়েছে। এদেশে ইউক্রেন ফেরৎ পড়ুয়াদের ভর্তি নিয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বিদেশে পাঠরত মেডিকেল পড়ুয়াদের এদেশে পড়াশোনার ব্যবস্থা করে দেওয়ার জন্য ন্যাশনাল মেডিকেল কমিশনে কোন আইন নেই। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব জানিয়েছেন, নিট পরীক্ষায় আশানুরূপ ফল না করা এবং সাধ্য না থাকা, এই দুই কারণে ভারতীয় পড়ুয়ারা বিদেশের মেডিক্যাল পড়তে যান।

advertisement

আরও পড়ুন: ডেঙ্গিতে পুরসভার ব্যর্থতার অভিযোগ! পথে নামছে বামেরা! অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভে বসবে পদ্ম শিবির

এমবিবিএস এবং ডেন্টাল ক্যাগাটরিতে ভর্তি করা হবে। সময়ে সময়ে এই ক্যাটাগরিতে ভর্তির জন্য বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিহারের গয়ার এএন মেডিক্যাল কলেজ, মুম্বইয়ের গ্র্যান্ট মেডিক্যাল কলেজ এবং ছত্তিশগড়ের রাইপুরের জেএনএম মেডিক্যাল কলেজে ভর্তি করা হবে পড়ুয়াদের। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এই ক্যাটাগরিতে ভর্তির জন্য কেন্দ্রীয় সরকারের তরফে আলাদা কোনও পরীক্ষা নেওয়া হবে না। ২০২২ সালের নিট পরীক্ষার ফলাফল এবং বাকি অন্যান্য শিক্ষাগত এবং সংশ্লিষ্ট শর্ত খতিয়ে দেখে তার ভিত্তিতে পড়ুয়াদের ভর্তি করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

RAJIB CHAKRABORTY

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
জঙ্গি হামলায় অনাথ পড়ুয়াদের মেডিক্যালে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল