রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, প্রথমে যে সমস্ত পড়ুয়া তাঁদের বাবা ও মা উভয় অভিভাবককেই হারিয়েছেন তাঁদের মধ্য থেকে ভর্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর বাকি আসনগুলিতে ভর্তি হতে পারবেন সেই সমস্ত পড়ুয়া, যাঁদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম অভিভাবক বা সদস্য প্রাণ হারিয়েছেন জঙ্গি হামলায়। তৃতীয় অগ্রাধিকার দেওয়া হবে সেই পড়ুয়াদের, যাঁদের অভিভাবক বিশেষভাবে সক্ষমে পরিণত হয়েছেন অথবা গুরুতর আহত হয়েছেন। এইভাবে ধাপে ধাপে জঙ্গি হামলায় নিহতদের সন্তান ক্যাটাগরিতে পড়ুয়াদের এ
advertisement
এদিকে, সমস্যায় পড়েছেন ইউক্রেন ফেরৎ পড়ুয়ারা।
যুদ্ধ পরিস্থিতি বিগত কয়েক সপ্তাহে আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ভারতে তাঁদের পরীক্ষার মাধ্যমে ইন্টার্নশিপ করার কথা বলা হয়েছে। এদেশে ইউক্রেন ফেরৎ পড়ুয়াদের ভর্তি নিয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বিদেশে পাঠরত মেডিকেল পড়ুয়াদের এদেশে পড়াশোনার ব্যবস্থা করে দেওয়ার জন্য ন্যাশনাল মেডিকেল কমিশনে কোন আইন নেই। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব জানিয়েছেন, নিট পরীক্ষায় আশানুরূপ ফল না করা এবং সাধ্য না থাকা, এই দুই কারণে ভারতীয় পড়ুয়ারা বিদেশের মেডিক্যাল পড়তে যান।
এমবিবিএস এবং ডেন্টাল ক্যাগাটরিতে ভর্তি করা হবে। সময়ে সময়ে এই ক্যাটাগরিতে ভর্তির জন্য বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিহারের গয়ার এএন মেডিক্যাল কলেজ, মুম্বইয়ের গ্র্যান্ট মেডিক্যাল কলেজ এবং ছত্তিশগড়ের রাইপুরের জেএনএম মেডিক্যাল কলেজে ভর্তি করা হবে পড়ুয়াদের। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এই ক্যাটাগরিতে ভর্তির জন্য কেন্দ্রীয় সরকারের তরফে আলাদা কোনও পরীক্ষা নেওয়া হবে না। ২০২২ সালের নিট পরীক্ষার ফলাফল এবং বাকি অন্যান্য শিক্ষাগত এবং সংশ্লিষ্ট শর্ত খতিয়ে দেখে তার ভিত্তিতে পড়ুয়াদের ভর্তি করা হবে।
RAJIB CHAKRABORTY