TRENDING:

গাড়ির কাগজপত্র পুনর্নবীকরণের মেয়াদ বাড়াল কেন্দ্র

Last Updated:

কেন্দ্রীয় পরিবহণ এবং জাতীয় সড়ক মন্ত্রক রবিবার নির্দেশিকা প্রকাশ করে জানিয়ে দিল যে, গাড়ির কাগজপত্র পুনর্নবীকরণের মেয়াদ বাড়িয়ে ২০২১-এর ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গাড়ির মালিকদের জন্য ফের একবার স্বস্তির খবর৷ কেন্দ্রীয় পরিবহণ এবং জাতীয় সড়ক মন্ত্রক রবিবার নির্দেশিকা প্রকাশ করে জানিয়ে দিল যে, গাড়ির কাগজপত্র পুনর্নবীকরণের মেয়াদ বাড়িয়ে ২০২১-এর ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে।
advertisement

মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং গাড়ির পারমিটকে আরও তিন মাস ছাড় দিল কেন্দ্র৷ গত ১ ফেব্রুয়ারিতে যাঁদের যানবাহনের নথিপত্রের মেয়াদ শেষ হয়ে গিয়েছে৷ তাঁরা পুনর্নবীকরণের জন্য আগামী বছর ৩১ মার্চ পর্যন্ত সময় পাচ্ছে৷

এর আগে পরিবহণ বিভাগ বলেছিল যে, যাঁদের ড্রাইভিং লাইসেন্স, আরসি, পারমিট এবং ফিটনেস শংসাপত্রের মেয়াদ পেরিয়ে গিয়েছে, তাঁদের বিরুদ্ধে চলতি বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হবে না৷ এবার আরও তিন মাস সময় বাড়াল কেন্দ্র৷

advertisement

এখন প্রশ্ন কেন কেন্দ্রীয় সরকার পুনর্নবীকরণের সময়সীমাকে বাড়াচ্ছে বারবার? করোনা কালে ভিড়ভাট্টা, বহু লোকের একসঙ্গে জমায়েত এড়াতেই এই সিদ্ধান্ত৷ এদিন পরিবহণ এবং জাতীয় সড়ক মন্ত্রক তাদের নির্দেশিকায় জানিয়েছে, "করোনা সংক্রমণের হাত থেকে সুরক্ষিত থাকতেই যাবতীয় যানবাহনের নথিপত্র পুনর্নবীকরণের মেয়াদ বাড়িয়ে ২০২১-এর ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারিতে যাঁদের কাগজপত্রের মেয়াদ শেষ হয়েছিল তাঁরা আরও সময় পাচ্ছে৷ এর ফলে নাগরিকরা পরিবহন সংক্রান্ত পরিষেবা পাওয়ার পাশাপাশি সামাজিক দূরীকরণও বজায় রাখতে পারবে৷"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দেশের প্রতিটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলেই এই নতুন নির্দেশিকা কার্যকর হবে বলে জানানো হয়েছে৷ মোটর ভেহিকেলস অ্যাক্ট ১৯৮৮ ও সেন্ট্রাল মোটর ভেহিকেলস রুলস, ১৯৮৯ মেনে গাড়ির ফিটনেস, পারমিট, লাইসেন্স ও রেজিস্ট্রেশন থেকে শুরু করে যাবতীয় মেয়াদ উত্তীর্ণ নথিপত্রের কার্যমেয়াদ ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
গাড়ির কাগজপত্র পুনর্নবীকরণের মেয়াদ বাড়াল কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল