TRENDING:

বছর বছর সাইক্লোন, ব‍ন‍্যা...ক্ষতির মুখে পড়ে বাংলা! প্রাকৃতিক বিপর্যয়ের ঋণ নিয়ে সবুজ সঙ্কেত কেন্দ্রের

Last Updated:

ঘনঘন প্রাকৃতিক বিপর্যয়ে পড়া রাজ্যগুলির জন্য বিশেষ আর্থিক প্যাকেজের অনুমোদন দিতে পারে অর্থমন্ত্রক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঘনঘন প্রাকৃতিক বিপর্যয়ে পড়া রাজ্যগুলির জন্য বিশেষ আর্থিক প্যাকেজের অনুমোদন দিতে পারে অর্থমন্ত্রক। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। এই সব রাজ্যের জন্য বিনা সুদে ঋণদানে সম্মতি প্রদান করেছে কেন্দ্র। শুক্রবার রাজস্থানে প্রাক বাজেট বৈঠকে বিভিন্ন রাজ্যের মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
প্রাকৃতিক বিপর্যয়ের ঋণ নিয়ে কেন্দ্র নরম মনোভাব কেন্দ্রের
প্রাকৃতিক বিপর্যয়ের ঋণ নিয়ে কেন্দ্র নরম মনোভাব কেন্দ্রের
advertisement

তাতে একাধিক বিষয় বিস্তারিত আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাঁকে অনুরোধ জানান, বাংলার মতো প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়া রাজ্যকে বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হোক, যাতে পুনর্গঠনের কাজ খানিকটা সহজ হয়। সূত্রের খবর, প্রস্তাব মেনে নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, এই বিশেষ পরিস্থিতিতে সব রাজ্যের জন্য তা মঞ্জুর করা হবে।

আরও পড়ুন: একটি সবজিই ‘ব্রহ্মাস্ত্র’…টেনে বের করবে শিরায় জমে থাকা ক্ষতিকারক কোলেস্টেরল! হার্ট অ‍্যাটাক রুখবে, শীতে খাওয়া ‘মাস্ট’

advertisement

প্রসঙ্গত আমফান থেকে ইয়াস। প্রাকৃতিক দূর্যোগে একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য৷ রাজ্যের অভিযোগ কেন্দ্রের কাছে বারবার সাহায্য চেয়ে আবেদন করলেও তার সুরাহা মেলে না। এই অবস্থায় কেন্দ্রের এই সাহায্য প্রাকৃতিক দূর্যোগে বারবার যারা পরে তাদের সাহায্য করবে৷

অন্যদিকে রাজ্যের বকেয়া নিয়ে ফের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। বাংলায় একশো দিনের কাজ, আবাস যোজনা-সহ একাধিক যৌথ প্রকল্পে বকেয়া অর্থ এখনও মেলেনি কেন্দ্রের তরফে। এই অর্থ দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য একাধিক বৈঠক, চিঠিতে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মমতা বন্দ‍্যোপাধ্যায়।

advertisement

আরও পড়ুন: ২০২৫ সালে চলবে মঙ্গলের রাজ! সেরা সময় আসছে ৪ রাশির, সব অমঙ্গল কেটে যাবে, টাকার বৃষ্টি, সম্পদের বন‍্যা

এমনকি মুখ্যমন্ত্রী নিজে গিয়ে দেখাও করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে৷ সংসদীয় প্রতিনিধি দল গিয়েছে তার সাথে দেখা করতে৷ যদিও রাজ্য সেই টাকা পায়নি এখনও। নির্মলা সীতারমণের সামনে সেই বিষয়টি পুনরায় তুলে ধরেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। ওই বকেয়া অর্থ যাতে দ্রুত দেওয়া হয়, তার জন্য কেন্দ্রকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

advertisement

আরও পড়ুন: প্রেশার কুকারে রুটি! ৩ মিনিটে হয়ে যাচ্ছে ২০ খানা…সেঁকার ঝক্কি শেষ, একবার জেনে নিলেই বাঁচবে অনেক সময়

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাজ্য সরকার নিজের উদ্যোগেই আবাস দিতে শুরু করেছে। এর আগে ১০০ দিনের কাজের টাকাও তারা দিয়েছেন৷ রাজ্যের অভিযোগ বারবার কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল কেন্দ্র। তারা সমস্যা খুঁজে পায়নি। রাজ্য শাসক দলের অভিযোগ রাজনৈতিক কারণেই এই বঞ্চনা করা হচ্ছে৷ আর বিজেপি শিবিরের অভিযোগ, দূর্নীতির কারণেই অর্থ দেয়নি কেন্দ্র৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বছর বছর সাইক্লোন, ব‍ন‍্যা...ক্ষতির মুখে পড়ে বাংলা! প্রাকৃতিক বিপর্যয়ের ঋণ নিয়ে সবুজ সঙ্কেত কেন্দ্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল