TRENDING:

Free Covid 19 Booster Dose in India: ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ, করোনার ঢেউ আটকাতে বড় ঘোষণা কেন্দ্রের

Last Updated:

আপাতত ১৫ জুলাই থেকে পরবর্তী ৭৫ দিন পর্যন্ত এই বিনামূল্যে বুস্টার ডোজের ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি চলবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: করোনার নতুন ঢেউ আটকাতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷ এবার বিনামূল্য করোনার বুস্টার ডোজ পাবেন আঠারো ঊর্ধ্বরা৷ এ দিন কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়৷ পরে তা সংবাদমাধ্যমের সামনে ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর৷
এবার বিনামূল্যে করোনার বুস্টার ডোজের ভ্যাকসিন৷
এবার বিনামূল্যে করোনার বুস্টার ডোজের ভ্যাকসিন৷
advertisement

তবে আপাতত ১৫ জুলাই থেকে পরবর্তী ৭৫ দিন পর্যন্ত এই বিনামূল্যে বুস্টার ডোজের ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি চলবে৷ স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করল নরেন্দ্র মোদি সরকার৷

আরও পড়ুন: ঘরে ঘরে জ্বর, ক্রমশই ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর

প্রথমে দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের মধ্যে ৯ মাসের ফারাক রাখার কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ কয়েকদিন আগে জানানো হয়, দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ মাস পর থেকেই বুস্টার ডোজ নেওয়া হবে৷

advertisement

দেশে ফের নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ বুস্টার ডোজ নিতে মানুষের অনীহা এর অন্যতম কারণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ এই পরিস্থিতিতে বিনামূল্যে টিকা দিলে বুস্টার ডোজ নেওয়ার আগ্রহ বাড়বে বলেই মনে করছে কেন্দ্র৷

১৮ থেকে ৫৯ বছর বয়সি জনসংখ্যার মাত্র ১ শতাংশ মানুষ এখনো পর্যন্ত বুস্টার ডোজ গ্রহণ করেছেন৷ ষাটোর্ধ্বদের অবশ্য আগে থেকেই বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার কাজ চলছিল৷ ষাটোর্ধ্ব জনসংখ্যা এবং চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ প্রথম সারিতে থাকা করোনা যোদ্ধা হিসেবে চিহ্নিত ২৬ শতাংশ মানুষ ইতিমধ্যে বুস্টার ডোজ পেয়ে গিয়েছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ইতিমধ্যেই দেশের মোট জনসংখ্যার ৯৬ শতাংশ মানুষই করোনার টিকার প্রথম ডোজ পেয়েছেন৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৭ শতাংশ মানুষ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Free Covid 19 Booster Dose in India: ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ, করোনার ঢেউ আটকাতে বড় ঘোষণা কেন্দ্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল