TRENDING:

Port Blair new name: পোর্ট ব্লেয়ার এখন স্মৃতি! আন্দামানের রাজধানীর নাম বদলে দিল কেন্দ্র, ঘোষণা শাহের

Last Updated:

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হিসেবে পরিচিত পোর্ট ব্লেয়ারের নাম বদলের কারণ ব্যাখ্যাও করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: পোর্ট ব্লেয়ারের নতুন নাম হচ্ছে শ্রী বিজয়া পুরম৷ এ দিন এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
পোর্ট ব্লেয়ারের নাম বদলে দিল কেন্দ্র৷
পোর্ট ব্লেয়ারের নাম বদলে দিল কেন্দ্র৷
advertisement

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হিসেবে পরিচিত পোর্ট ব্লেয়ারের নাম বদলের কারণ ব্যাখ্যাও করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ তিনি দাবি করেছেন, ঔপনিবেশিক প্রভাব কাটাতেই পোর্ট ব্লেয়ারের নাম বদল করা হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রীর আরও দাবি, পোর্ট ব্লেয়ারের নতুন নাম শ্রী বিজয়া পুরমের মধ্যে দিয়ে স্বাধীনতা আন্দোলনের লড়াই এবং বিজয় প্রতিফলিত হবে৷

আরও পড়ুন: ‘সাহেব অর্ডার করেছে সল্টলেক ওড়াতে!’ জুনিয়র চিকিৎসকদের উপরে হামলার ছক? বিস্ফোরক দাবি কুণালের

advertisement

এক্স হ্যান্ডেলে অমিত শাহ লিখেছেন, ঔপনিবেশিক প্রভাব থেকে দেশকে মুক্ত করতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গি থেকে অনুপ্রাণিত হয়ে পোর্ট ব্লেয়ারের নাম বদল করে শ্রী বিজয় পুরম রাখা হল৷ আগের যে নাম ছিল, তাতে ঔপনিবেশিক ছাপ ছিল৷ কিন্তু নতুন এই নামে স্বাধীনতা আন্দোলনের সংগ্রাম এবং তাতে আন্দামানের অবদান প্রতিফলিত হবে৷ স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের অতুলনীয় স্থান রয়েছে৷’

advertisement

শাহ আরও লিখেছেন, ‘আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ একসময় চোল সাম্রাজ্যের নৌবাহিনীর ঘাঁটি ছিল৷ আর এখন ওই অঞ্চল আমাদের কৌশলগত এবং উন্নয়নমূলক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ৷ এটাই সেই জায়গা যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন এবং সেলুলার জেলে বীর সাভারকর সহ স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীন রাষ্ট্রের জন্য লড়াই করেছিলেন৷’

বাংলা খবর/ খবর/দেশ/
Port Blair new name: পোর্ট ব্লেয়ার এখন স্মৃতি! আন্দামানের রাজধানীর নাম বদলে দিল কেন্দ্র, ঘোষণা শাহের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল