২০১৮ সালের জুলাই মাসে রাজ্যের নাম বদলের প্রস্তাব পাস হয় বিধানসভায়৷ প্রস্তাব পাসের পর তত্কালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতা ফোনে বলেছিলেন, 'রাজ্যের আবেগ জড়িয়ে৷ দ্রুত অনুমোদন দিন৷' সে বার রাজনাথ মমতাকে আশ্বাস দেন, বিষয়টি দেখছে কেন্দ্র৷ রাজ্যকে কেন্দ্র জানিয়েছিল, তিন ভাষাতেই এক ধরনের নাম দিতে হবে৷ অন্যথায় প্রশাসনিক জটিলতা তৈরি হবে৷ এরপরই তিন ভাষায় 'বাংলা' নামের প্রস্তাব পাঠায় কেন্দ্র৷
advertisement
পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা করার সিদ্ধান্ত কবে রূপায়ণ করা হবে, এই ইস্যুতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের উপনেতা সুখেন্দুশেখর রায়। রাজ্যসভার সচিবকে পাঠানো চিঠি দিয়ে সুখেন্দুশেখর লেখেন, '২০১৮-র জুলাইয়ে পশ্চিমঙ্গ বিধানসভা সর্বসম্মতিক্রমে রাজ্যের নাম পাল্টে বাংলা করার প্রস্তাব পাশ করে। তবে কেন্দ্রীয় সরকারের তরফে এখনও এই প্রক্রিয়ায় সবুজ সংকেত আসেনি। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন, বাঙালিদের পরিচয় রক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গ বিধানসভার এই প্রস্তাবে সম্মতি দেওয়া হোক।'