TRENDING:

দুর্নীতিগ্রস্ত হলে মিলবে না পাসপোর্ট : কেন্দ্র

Last Updated:

এনডিএ সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রতিনিয়তই পার্সপোট আবেদন করার পদ্ধতিতে হয়েছে আরও সহজ-সরল । কমেছে অনেক জটিলতা, তাই আম আদমিও ভেবেছে নতুন পাসপোর্ট আবেদন করার কথা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে প্রতিনিয়তই পার্সপোট আবেদন করার পদ্ধতিতে পরিবর্তন এনেছে, পাসপোর্ট আবেদন হয়েছে আরও সহজ-সরল । কমেছে অনেক জটিলতা, তাই আম আদমিও ভেবেছে নতুন পাসপোর্ট আবেদন করার কথা ।
advertisement

আরও পড়ুন : ৭ বছর বাদে ভারতীয় রেলের সুরক্ষা বিভাগে বড়সড় নিয়োগের সিদ্ধান্ত

কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সুযোগের অপব্যবহার করেছে অনেকেই । এবার সেই অপব্যবহারের ওপর রাশ টানার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকার । সূত্র মারফত জানা গেছে  কোনও সরকারি কর্মী বা আধিকারিক দুর্নীতিতে অভিযুক্ত থাকেন বা দুর্নীতিগ্রস্ত হন । সংশ্লিষ্ট ব্যক্তিকে পাসপোর্টের জন্য প্রয়োজনীয় ভিজিল্যান্স ক্লিয়ারেন্স দেওয়া হবে না । যে সব সরকারি কর্মচারীর বিরুদ্ধে এফআইআর আছে বা যাঁদের বিরুদ্ধে প্রিভেনশন অ্যাক্টের অধীনে মামলা চলছে তাঁরাও পাসপোর্ট আবেদন করতে পারবেন না ।

advertisement

আরও পড়ুন : বিমানবন্দরের প্রক্রিয়াগত ত্রুটিতে ভোগান্তি হেমা মালিনী-অখিলেশ যাদব সহ হাজার হাজার যাত্রীর

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তবে কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গেছে কিছু ক্ষেত্রে এই নিয়মকে শিথিল করা হতে পারে যদি কোনও সরকারি কর্মীকে নিজের বা পরিবারের কোনও সদস্যের অসুস্থতার জন্য বিদেশে যেতে হয়, বা বিদেশে কোনও পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে হয় সে ক্ষেত্রে । তবে প্রতিটি ক্ষেত্রেই আধিকারিকদের সংশ্লিষ্ট দফতরের অনুমতি বাধ্যতামূলক ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
দুর্নীতিগ্রস্ত হলে মিলবে না পাসপোর্ট : কেন্দ্র