আপাতত বেসরকারি হাসপাতালেই মিলবেন ইনকোভ্য়াক। ফলে ৮৪০ টাকার সঙ্গে বেসরকারি হাসপাতালগুলির পরিষেবা মূল্য় যোগ হবে। সব খরচ ধরে তাই ন্য়াসাল ভ্য়াকসিনের প্রতিটি ডোজ নেওয়ার খরচ দাঁড়াতে পারে এক হাজার টাকার কাছাকাছি।
আরও পড়ুন: বড় ইঙ্গিত? কোভিড নিয়ে ভারত থেকে মিলল উদ্বেগের এই খবর, জানুন
যদিও সূত্রের খবর, ভ্য়াকসিন নির্মাতা সংস্থা ভারত বায়োটেকের পক্ষ থেকে এই ভ্য়াকসিনের দাম ১০০০ টাকা রাখার জন্য় কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করা হয়েছিল। যদিও তার থেকে দাম কিছুটা কমই রাখল কেন্দ্রীয় সরকার।
advertisement
আরও পড়ুন: চিনে দৈনিক করোনা আক্রান্ত কত কোটি জানেন! পরিসংখ্যান দেখে চোখ কপালে
যাঁরা এখনও করোনা ভ্য়াকসিনের বুস্টার ডোজ নেননি, তাঁরাও বুস্টার ডোজ হিসেবে এই ন্য়াসাল ভ্য়াকসিন নিতে পারবেন। অর্থাৎ ভ্য়াকসিন নেওয়ার জন্য় শরীরে সুঁচ ফোটাতে হবে না। নাকে ড্রপ নিলেই এই ভ্য়াকসিনের করোনার প্রতিষেধক হিসেবে কাজ করবে। ফলে যাঁদের শরীরে সুঁচ ফুটিয়ে ভ্য়াকসিন নিতে ভয়, তাঁরাও সহজেই এই ভ্য়াকসিন নিতে পারবেন।
সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ন্যাসাল ভ্য়াকসিন ভারত বায়োটেকের iNCOVACC-কে ছাড়পত্র দিয়েছে। শীঘ্রই বেসরকারি ভ্যাকসিন সেন্টার থেকে এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। কোউইন অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে স্লট বুক করে এই ন্যাসাল ভ্যাকসিন নেওয়া যাবে।