যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এই যুক্তি মানতে নারাজ। তাঁর অভিযোগ, এভাবে আসলে ঢাকি, মণ্ডপ শিল্পী, পুরোহিত, কারিগরদের থেকেও পুজো কমিটির মাধ্যমে কর আদায় করতে চাইছে আয়কর দফতর। একই মত পুরোহিত থেকে প্রতিমা শিল্পী, অনেকেরই।
মমতা বলছেন, এভাবে পুজোয় টিডিএসের অর্থ টেরিবল ডিজাস্টার স্কিম। জিজিয়া করের মতো। পুজোর সঙ্গে যুক্ত কর্মীরদের কাছেও এই টিডিএস যেন এক আতঙ্ক। পুজো কমিটিগুলিও আয়কর আশঙ্কার চাপে। আয়কর পরামর্শদাতারাও বলছেন, কর পরে। আগে দুর্গাপুজো ঘিরে বাঙালির আবেগ। দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে। তারই মাঝে কাঁটা, আয়কর-আশঙ্কা।
advertisement
Location :
First Published :
August 15, 2019 8:08 PM IST