ঘটনা নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, 'তামিলনাড়ুতে ঘটে যাওয়া হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। ওই দুর্ঘটনায় বিপিনের সঙ্গী ও তাঁর স্ত্রীয়েরও মৃত্যু হয়েছে। সকলেই ভারতের হয়ে সাহসীকতার সঙ্গে কাজ করেছেন। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।' শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি টুইটারে লিখেছেন, 'আমরা আমাদের সিডিএস-কে হারালাম, দেশের জন্য যা এক গভীর দুঃখের দিন। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। উনি একজন সর্বোত্তম সাহসী সেনা ছিলেন, যিনি সামনে থেকে দেশমাতৃকার জন্য লড়াই করেছেন। তাঁর ভূমিকা শব্দে ব্যখা করা যায় না। আমি মর্মাহত।'
আরও পড়ুন: প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত
ওই বিমানে মোট যাত্রী ছিলেন ১৪ জন। এদের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে বলে খবর। এই তালিকায় রয়েছেন বিপিন রাওয়াতের স্ত্রীও। দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন বিপিন, সেই কারণেই তাঁর আকস্মিক মৃত্যুতে কার্যত শোকে মুহ্যমান হয়ে পড়েছে দেশ। স্থানীয়রা জানিয়েছেন বুধবার সকালে হঠাৎই ভেঙে পড়ে কপ্টারটি। জঙ্গল ও চা বাগানের মধ্যে ভেঙে পড়া বিমানে প্রথমে উদ্ধারকাজ শুরু করাই সম্ভব হয়নি।
স্থানীয় মানুষেরা পালিয়ে গিয়েছিলেন, বিস্ফোরণ ভেবে। তার পর তাঁরা এগিয়ে এসে উদ্ধার করতে শুরু করেন। সূত্রের খবর, বিপিন রাওয়াতের স্ত্রীয়ের দেহ আগেই উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে। তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। অন্য দিকে বিপিন রাওয়াতকে উদ্ধার করে ৮ কিলোমিটার দূরে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর শরীরও ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে সূত্র মারফত খবর পাওয়া যায়। তার পরেই বিকেলের দিকে খবর আসে, প্রয়াত হয়েছেন বিপিন রাওয়াত।