বুধবারের সেই ভিডিও নিয়ে উত্তরপ্রদেশ পুলিশ বৃহস্পতিবার জানায়, 'মেয়েটি যৌন হেনস্থার শিকার নন।' মেডিক্যাল পরীক্ষা করেই তা জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়েটির বাবা-মা বলেছেন, তাঁদের মেয়ে 'শৈশব থেকেই মানসিক সমস্যায় ভুগছেন'।
আরও পডুন: প্লাস্টিকের পাত্রে 'ভ্রূণ' নিয়ে থানায় হাজির গৃহবধূ! নারকীয় ঘটনায় তোলপাড় বরেলি
advertisement
মোরাদাবাদের পুলিশকর্তা হেমন্ত কুটিয়াল বলেন, ''সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে একটি মেয়েকে নগ্ন অবস্থায় হাঁটতে দেখা যাচ্ছে। তাঁর এক আত্মীয় অভিযোগ জানিয়েছিলেন, তাঁদের বাড়ির মেয়ে যৌন হেনস্থার শিকার হয়েছেন। তারই ভিত্তিতে পুলিশ এফআইআর করেছে। পরে তাঁর বাবা-মায়ের বক্তব্য রেকর্ড করা হয় এবং তারা যৌন নির্যাতনের কথা অস্বীকার করেন। বাবা-মায়ের বক্তব্য অনুযায়ী, তাঁদের মেয়ে ছোটবেলা থেকেই মানসিক সমস্যায় ভুগছেন। আমরা তাঁর মেডিক্যাল পরীক্ষা করিয়েছি এবং কোনও যৌন নির্যাতনের প্রমাণ খুঁজে পাইনি।"
ঘটনাটি ঘটেছে গত ১ সেপ্টেম্বর। ভোজপুর থানা এলাকার অন্তর্গত এক গ্রামে। ৭ সেপ্টেম্বর নির্যাতিতার পরিবারের সদস্যের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতারও করেছিল।
আরও পডুন: ধাওয়া করে খুন প্রিয়াঙ্কাকে, পানভেল স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখে স্তম্ভিত পুলিশ!
মোরাদাবাদ রেঞ্জের ডিআইজি শলভ মাথুরের কথায়, ''এই মামলায় এক অভিযুক্তকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। কিন্তু মেয়েটি ধর্ষণ করার কোনও প্রমাণ মেলেনি বলে বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে।'' পুলিশ সুপার সন্দীপ কুমার মীনা জানান, ম্যাজিস্ট্রেটের সামনে মেয়েটি এবং তাঁর বাবা-মা গণধর্ষণের কথা অস্বীকার করেছেন।