TRENDING:

CCD মালিকের মৃত্যুর ১ মাসের মধ্যেই প্রয়াত হলেন তাঁর বাবা...

Last Updated:

নিজেও একজন সফল কফি প্লান্টার ছিলেন৷ চিকমাগালুরের অন্যতম সফল ব্যবসায়ী ছিলেন CCD-র মালিকের বাবা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: মাস খানেক আগে ছেলে আত্মহত্যা করেছেন৷ CCD-র মালিক ভি জে সিদ্ধার্থের মৃত্যুতে হতবাক হয়েছিল গোটা দেশ৷ তিনি কফি কিং বলে পরিচিত ছিলেন৷ তাঁর বিপণি CCD দেশের মধ্যে অন্যতম সফল কফি শপ চেন৷ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে তার আউটলেট৷ সেই বিশাল ব্যবসার মলিক নিজেকে শেষ করে দিলেন দেনার দায়ে৷ নিজের সুইসাইড নোটে তিনি এমনই দাবি করেছিলেন৷ তাঁরই বাবা গঙ্গইয়া হেগড়ে প্রয়াত হলেন৷ তবে ছেলের মৃত্যুশোক পাননি তিনি৷ কারণ তাঁকে জানানোই হয়নি এই মর্মান্তিক ঘটনার কথা৷
advertisement

নিজেও একজন সফল কফি প্লান্টার ছিলেন৷ চিকমাগালুরের অন্যতম সফল ব্যবসায়ী ছিলেন CCD-র মালিকের বাবা৷ তবে বার্ধক্য জনিত কারণে ভুগছিলেন অনেকদিন৷ মাসখানে ভর্তি ছিলেন হাসপাতালে৷ আত্মহত্যার আগে বাবাকে দেখতেও গিয়েছিলেন তিনি৷ এবং বাবাকে এমন অবস্থায় দেখে তিনি ডুকরে কেঁদে উঠেছিলেন, জানিয়েছেন সিদ্ধার্তের এক আত্মীয়৷

আরও পড়ুন বিপুল সম্পত্তি অমিতাভের, মৃত্যুর পর কতটা পাবেন ছেলে এবং মেয়ে?

advertisement

হেগড়ের মরদেহ মহিশুরের হাসপাতাল থেকে চিকমাগালুরের বাড়িতে নিয়ে আসা হবে৷ যেখানে ছেলের শেষকৃত্য হয়েছিল, সেখানেই বাবার শেষকৃত্য সম্পন্ন হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
CCD মালিকের মৃত্যুর ১ মাসের মধ্যেই প্রয়াত হলেন তাঁর বাবা...