advertisement
ট্যুইটারে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী লিখেছেন, 'সিলেবাস কমানোর বিষয়ে কয়েক সপ্তাহ আগে আমি দেশের সব শিক্ষাবিদের পরামর্শ চেয়েছিলাম৷ বলতে ভালো লাগছে, দেড় হাজার পরামর্শ পেয়েছি৷ সবাইকে অসংখ্যা ধন্যবাদ, পরামর্শের জন্য৷ মূল বিষয়গুলি সিলেবাস থেকে কোনও ভাবেই সরানো হচ্ছে না।'
দেশজুড়ে লকডাউনের জেরে গত ১৬ মার্চ থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ৷ তাই শিক্ষাবর্ষেও ক্ষতি হচ্ছে৷
advertisement
ইতিমধ্যেই দশম ও দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষাগুলি বাতিল করেছে সিবিএসই। সেই সঙ্গে দ্বাদশ শ্রেণির বাকি থাকা কয়েকটি বিষয়ের পরীক্ষা ঐচ্ছিক করা হয়েছে। স্কুলের শেষ তিন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নম্বর দেওয়া হবে পরীক্ষার্থীদের। পড়ুয়ারা সন্তুষ্ট না হলে পরবর্তীকালে তা বোর্ডকে জানালে, পরীক্ষার ব্যবস্থা করা হবে।
Location :
First Published :
July 07, 2020 6:44 PM IST