TRENDING:

CBSE Syllabus| নবম থেকে দ্বাদশ পর্যন্ত ৩০ শতাংশ সিলেবাস কমিয়ে দিল CBSE

Last Updated:

করোনা ভাইরাসের জেরে তৈরি সঙ্কটে শিক্ষাবর্ষের ক্ষতিপূরণের জন্যই এই পদক্ষেপ৷ মঙ্গলবার ঘোষণা করলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পড়ুয়াদের স্বস্তি দিয়ে CBSE বোর্ডে ২০২০-২১ শিক্ষাবর্ষে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিলেবাস ৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেওয়া হচ্ছে৷ করোনা ভাইরাসের জেরে তৈরি সঙ্কটে শিক্ষাবর্ষের ক্ষতিপূরণের জন্যই এই পদক্ষেপ৷ মঙ্গলবার ঘোষণা করলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল৷
advertisement

advertisement

ট্যুইটারে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী লিখেছেন, 'সিলেবাস কমানোর বিষয়ে কয়েক সপ্তাহ আগে আমি দেশের সব শিক্ষাবিদের পরামর্শ চেয়েছিলাম৷ বলতে ভালো লাগছে, দেড় হাজার পরামর্শ পেয়েছি৷ সবাইকে অসংখ্যা ধন্যবাদ, পরামর্শের জন্য৷ মূল বিষয়গুলি সিলেবাস থেকে কোনও ভাবেই সরানো হচ্ছে না।'

দেশজুড়ে লকডাউনের জেরে গত ১৬ মার্চ থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ৷ তাই শিক্ষাবর্ষেও ক্ষতি হচ্ছে৷

advertisement

ইতিমধ্যেই দশম ও দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষাগুলি বাতিল করেছে সিবিএসই। সেই সঙ্গে দ্বাদশ শ্রেণির বাকি থাকা কয়েকটি বিষয়ের পরীক্ষা ঐচ্ছিক করা হয়েছে। স্কুলের শেষ তিন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নম্বর দেওয়া হবে পরীক্ষার্থীদের। পড়ুয়ারা সন্তুষ্ট না হলে পরবর্তীকালে তা বোর্ডকে জানালে, পরীক্ষার ব্যবস্থা করা হবে।

বাংলা খবর/ খবর/দেশ/
CBSE Syllabus| নবম থেকে দ্বাদশ পর্যন্ত ৩০ শতাংশ সিলেবাস কমিয়ে দিল CBSE
Open in App
হোম
খবর
ফটো
লোকাল