আরও পড়ুনঃ সিবিএসই দ্বাদশের ফলাফল প্রকাশিত, কমল পাশের হার! রেজাল্ট জানুন
এই বছর, দাদ্বশ শ্রেণির সামগ্রিক পাসের শতাংশ ৮৭.৩৩ শতাংশ। যা গতবছর ছিল ৯২.৭১ শতাংশ। মেয়েদের পাসের হার সেখানে ৯০.৬৮ অন্যদিকে ছেলেদের পাসের হার ৮৪.৬৭ শতাংশ। গত বছরও ছবিটা একই ছিল।২০২২ সালে দাদ্বশ শ্রেণির ফলাফলে মেয়েদের সামগ্রিক পাসের হার ছিল ৯৪.৫৪ শতাংশ এবং ছেলেদের ৯১.২৫ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েরা ৩.২৯ শতাংশ বেশি ছিল। যদিও মেয়েদের ও ছেলেদের পাসের হারের তফাৎ বেড়েছে কিন্তু উভয়ের পাশের শতাংশ গত বছরের তুলনায় হ্রাস পেয়েছে।
advertisement
Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023
আরও পড়ুনঃ ICSE এবং ISC-র ফলাফল কবে? বিরাট আপডেট পরীক্ষার্থীদের জন্য, জানুন
দাদ্বশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের বোর্ডের ফলাফল দেখতে এবং ডাউনলোড করতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ cbse.gov.in-এ যেতে পারেন। শিক্ষার্থীরা এসএমএস সুবিধার মাধ্যমে, ডিজিলকারে এবং UMANG ওয়েবসাইটে তাদের রেজাল্ট ও দেখতে পারে। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি শুরু হবে পরীক্ষা।