দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড আসেনি৷ তাই পরীক্ষার্থীদের৷ https://cbseit.in/cbse/2021/rfinder/RollDetails.aspx- এ গিয়ে তাদের অ্যাডমিট কার্ড বা রোল নম্বর অনলাইনে ডাউনলোড করতে হবে। অভিভাবকদের বিবরণ পূরণ করতে হবে এবং তারপরে রোল নম্বর মিলবে।
সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষার্থীরা তাঁদের রেজাল্ট জানতে ক্লিক করুন cbse.nic.in-এ৷ এ ২০ লক্ষেরও বেশি শিক্ষার্থীর জন্য ফলাফল প্রকাশ করেছে। পড়ুয়ারা তাদের ফলাফল cbse.nic.in, cbseresults.nic.in, digilocker.gov.in- এ দেখতে পারেন। পাবেন মার্কশিটও৷
advertisement
প্রার্থীদের অবশ্যই পরীক্ষা করে দেখে নিতে হবে যে তাদের মার্কশিটে কোন ভুল আছে কিনা। তাদের মার্কস চেক করতে হবে। আর যে বিষয়গুলো অবশ্যই নজরে রাখতে হবে তা হল...
তাদের নামের বানান, ব্যক্তিগত বিবরণ সঠিক কি না, গণনা সঠিক কি না, পাস/ফেল স্ট্যাটাস, প্রি-বোর্ড, ইউনিট টেস্টের সাথে মার্কস মেলে কি না, সেটাও৷