cbse.nic.in, www.results.nic.in, www.cbseresults.nic.in- এই ওয়েবসাইটগুলিতে রেজাল্ট দেখতে পাবেন পড়ুয়ারা ৷ ওয়েবসাইটে রেজাল্ট দেখতে হলে সাইটে দেওয়া রেজাল্ট লিঙ্কের উপর ক্লিক করে স্কুলের কোড ও রোল নম্বর দিয়ে চেক করা যাবে ফলাফল ৷
কী ভাবে জানা যাবে রেজাল্ট?
১. cbseresults.nic.in বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান৷
২. CBSE class 10 result 2020 -তে ক্লিক করুন৷
advertisement
৩. নাম, রোল নম্বর দিয়ে লগ-ইন করুন৷ রেজাল্ট স্ক্রিনেই দেখা যাবে৷
পাশাপাশি স্কুলগুলির রেজিস্টার্ড ইমেল আইডি-তেও পড়ুয়াদের ফলাফল পাঠিয়ে দেওয়া হবে৷ এ ছাড়াও টেলিফোন বা মোবাইলে আইভিআরএস পদ্ধতিতে ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা৷ Microsoft SMS Organizer App, ডিজিলকার, উমঙ্গ, ডিজিরেজাল্টস-এর মতো বিভিন্ন অ্যাপেও ফলাফল জানা যাচ্ছে৷
রেজাল্ট ঘোষণার পর ট্যুইট করে পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ৷
সোমবার সিবিএসইর দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশের পর দেখা দেয় অবিশ্বাস্যভাবে পাসের হার ৮৮.৭৮ শতাংশ। ত্রিবন্দ্রম, বেঙ্গালুরু ও চেন্নাই এই তিন রাজ্যের পড়ুয়ারা দারুণ ফল করেছে অন্যদিকে দিল্লি জোনও ৯৪.৩৯% ফল চোখে পড়েছে।