সিবিআই-এর তরফ থেকে অভিযোগ করা হয়েছে, দিল্লির সরকারের মদ নীতি নির্ধারণে একাধিক দূর্নীতি রয়েছে। এই অভিযোগে দায়ের করা সিবিআই-এর এফআইআর-এ এক নম্বরে রয়েছে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার নাম৷ সিসোদিয়া সহ মোট ১৫ জনের নামে এফআইআর দায়ের করেছে সিবিআই৷ সিবিআই-এর অভিযোগ, সিসোদিয়া ঘনিষ্ঠকে পাঁচ কোটি টাকা দিয়েছিলেন সমীর মহেন্দ্রু নামে এক মদ ব্যবসায়ী৷ এর পাশাপাশি সিসোদিয়ার আরও এক ঘনিষ্ঠ ওই ব্যবসায়ীর থেকে নগদে দুই থেকে চার কোটি টাকা সংগ্রহ করেছিলেন বলেও এফআইআর-এ উল্লেখ করেছে সিবিআই৷
advertisement
আরও পড়ুন - ঝড়, বৃষ্টির দাপট বাড়ছে আরও, আগামী ২৪ ঘণ্টাতেও দুর্ভোগ চরমে, হাওয়া অফিসের সতর্কতা
আরও পড়ুন: নগদে ৫ কোটি ৬৩ লাখ, সঙ্গে ৪৬ লাখের গাড়ি! অনুব্রতর বিরুদ্ধে মুখ খুললেন বীরভূমের ব্যবসায়ী
মঙ্গলবার এ দিন সকাল থেকেই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়ি-সহ সাতটি রাজ্যের ৩১টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই৷ ১২ ঘণ্টা ধরে এই তল্লাশি অভিযান চলে৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সিসোদিয়া৷ তিনি দিল্লির এক্সাইস দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী৷দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও সিসোদিয়ার পাশে দাঁড়িয়েছেন৷ আম আদমি পার্টিও সিসোদিয়ার পাশে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছে৷ এফআইআর-এ সিসোদিয়া ছাড়াও বেশ কয়েকজন সরকারি আধিকারিকের নাম রয়েছে৷ এ ছাড়াও সিসোদিয়ার ঘনিষ্ঠ তিন জনের নাম রয়েছে এফআইআর-এ৷