TRENDING:

নজিরবিহীন পদক্ষেপ! দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর ফোন, কম্পিউটার বাজেয়াপ্ত করল সিবিআই

Last Updated:

সিবিআই-এর তরফ থেকে অভিযোগ করা হয়েছে, দিল্লির সরকারের মদ নীতি নির্ধারণে একাধিক দূর্নীতি রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে হানার সময় দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর ফোন ও কম্পিউটার সিজ করে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, এমনই দাবি করেছেন মণীশ। তিনি দাবি করেছেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে অপ-ব্য়বহার করছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেছেন, সিবিআইয়ের দল সকালে আমার বাড়িতে হানা দিয়েছে, তল্লাশি চালিয়েছে। আমার বাড়িতে এসে কম্পিউটার ও ফোন বাজেয়াপ্ত করে নিয়েছে সিবিআই। আমি ও আমার পরিবারের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা করা হয়েছে। আমি ও আমার পরিবার কোনও অন্য়ায় করেনি, কোনও দূর্নীতির সঙ্গে আমরা যুক্ত নই, সেই কারণে কোনও ভয়ের কারণ নেই।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

সিবিআই-এর তরফ থেকে অভিযোগ করা হয়েছে, দিল্লির সরকারের মদ নীতি নির্ধারণে একাধিক দূর্নীতি রয়েছে। এই অভিযোগে দায়ের করা সিবিআই-এর এফআইআর-এ এক নম্বরে রয়েছে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার নাম৷ সিসোদিয়া সহ মোট ১৫ জনের নামে এফআইআর দায়ের করেছে সিবিআই৷ সিবিআই-এর অভিযোগ, সিসোদিয়া ঘনিষ্ঠকে পাঁচ কোটি টাকা দিয়েছিলেন সমীর মহেন্দ্রু নামে এক মদ ব্যবসায়ী৷ এর পাশাপাশি সিসোদিয়ার আরও এক ঘনিষ্ঠ ওই ব্যবসায়ীর থেকে নগদে দুই থেকে চার কোটি টাকা সংগ্রহ করেছিলেন বলেও এফআইআর-এ উল্লেখ করেছে সিবিআই৷

advertisement

আরও পড়ুন - ঝড়, বৃষ্টির দাপট বাড়ছে আরও, আগামী ২৪ ঘণ্টাতেও দুর্ভোগ চরমে, হাওয়া অফিসের সতর্কতা

আরও পড়ুন: নগদে ৫ কোটি ৬৩ লাখ, সঙ্গে ৪৬ লাখের গাড়ি! অনুব্রতর বিরুদ্ধে মুখ খুললেন বীরভূমের ব্যবসায়ী

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

মঙ্গলবার এ দিন সকাল থেকেই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়ি-সহ সাতটি রাজ্যের ৩১টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই৷ ১২ ঘণ্টা ধরে এই তল্লাশি অভিযান চলে৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সিসোদিয়া৷ তিনি দিল্লির এক্সাইস দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী৷দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও সিসোদিয়ার পাশে দাঁড়িয়েছেন৷ আম আদমি পার্টিও সিসোদিয়ার পাশে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছে৷ এফআইআর-এ সিসোদিয়া ছাড়াও বেশ কয়েকজন সরকারি আধিকারিকের নাম রয়েছে৷ এ ছাড়াও সিসোদিয়ার ঘনিষ্ঠ তিন জনের নাম রয়েছে এফআইআর-এ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
নজিরবিহীন পদক্ষেপ! দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর ফোন, কম্পিউটার বাজেয়াপ্ত করল সিবিআই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল