TRENDING:

Gurmeet Ram Rahim Singh Punishment: 'সর্বোচ্চ শাস্তি'ই পেতে চলেছেন রাম রহিম? ২০১৭-র কথা ভেবে হাড়হিম পঞ্চকুলার

Last Updated:

Gurmeet Ram Rahim Singh Punishment: এবার অন্য একটি খুনের মামলায় বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই মামলার রায় ঘোষণা আজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পঞ্চকুলা: ২০১৭ সালে দুই শিষ্যাকে ধর্ষণের অপরাধে ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে (Gurmeet Ram Rahim Singh) ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত। এবার অন্য একটি খুনের মামলায় তাঁর সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই মামলার রায় ঘোষণা আজ। তাই ফের অশান্তির আশঙ্কায় পঞ্চকুলায় নিরাপত্তা মজবুত করা হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা।
রাম রহিমের সর্বোচ্চ শাস্তির আবেদন
রাম রহিমের সর্বোচ্চ শাস্তির আবেদন
advertisement

২০০২ সালে হত্যার ঘটনায় ডেরা সাচ্চা সওদার (Dera Sacha Sauda) প্রাক্তন ম্যানেজার রণজিৎ সিংকে খুনের অভিযোগ অভিযুক্ত রাম রহিম। তিনি ও চারজনকে এই মামলায় দোষী সাব্যস্তও করেছে আদালত। আজ রায় ঘোষণায় রাম রহিমের মৃত্যুদণ্ডের ঘোষণাও করতে পারে পঞ্চকুলার একটি বিশেষ সিবিআই (CBI) আদালত। ২০১৭ সালে ধর্ষণ মামলায় রাম রহিম (Gurmeet Ram Rahim Singh) দোষী সাব্যস্ত হওয়ার পরই প্রবল অশান্তি ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনায় ৩৬ জন নিহতও হয়েছিলেন। এবার তাই নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন।

advertisement

আরও পড়ুন: পিঠে পাখনা, পাখি না মাছ? জেলের ভাগ্য বদলে দিল জল থেকে উঠে আসা এই প্রাণী!

ইতিমধ্যেই সিবিআই-এর তরফ থেকে রাম রহিমের ফাঁসির দাবি জানানো হয়েছে। তবে, স্বঘোষিত এই ধর্মগুরু ইতিমধ্যেই জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রাণভিক্ষা করেছেন। তাঁর সেই আর্জিতে আদালত কর্ণপাত করে কিনা, সেটাই এখন দেখার।

advertisement

আরও পড়ুন: 'দুয়ারে রেশন' প্রকল্প নিয়ে ফের অশনিসংকেত, কী দাবি ডিলারদের সংগঠনের?

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

হরিয়ানা-পঞ্জাবে অন্তত ৫ লক্ষ ভক্ত আছে গুরমিত রাম রহিমের। তাঁদের দাবি, সারা বিশ্বে গুরু রাম রহিমের ছয় কোটি ভক্ত আছে। ডেরা সাচ্চা সৌদার প্রতিষ্ঠা হয়েছিল ১৯৪৮ সালে। শাহ মস্তানা নামের এক ধর্মগুরু এর প্রতিষ্ঠা করেন। রাম রহিম ১৯৯০ সাল থেকে ডেরার দায়িত্ব নিয়েছিলেন। চাক-চিক্যময় পোশাক পরে গানের ভিডিওতে পারফর্ম করার জন্য রাম রহিমকে অনেকে 'রকস্টার বাবা' নামে অভিহিত করেছিলেন। সেই 'বাবা'ই এখন দাঁড়িয়ে রয়েছেন জীবনের এক গুরুত্বপূর্ণ পর্যায়ে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Gurmeet Ram Rahim Singh Punishment: 'সর্বোচ্চ শাস্তি'ই পেতে চলেছেন রাম রহিম? ২০১৭-র কথা ভেবে হাড়হিম পঞ্চকুলার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল