TRENDING:

আস্থা ভোটের দিনই লালু ঘনিষ্ঠ নেতাদের বাড়িতে সিবিআই! চাপের খেলা শুরু, বলছে আরজেডি

Last Updated:

CBI raids 25 places in connection with job scam: চাকরির বদলে জমি নেওয়ার অভিযোগের তদন্তে এই তল্লাশি শুরু করেছে ইডি৷ ইউপিএ সরকারের আমলে লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন নিয়োগে এই দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: বিহারে আস্থা ভোটের দিনেই আরজেডি-র তিন নেতার বাড়িতে সিবিআই হানা৷ চাকরির বদলে জমি নেওয়ার অভিযোগের তদন্তে এই তল্লাশি শুরু করেছে ইডি৷ ইউপিএ সরকারের আমলে লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন নিয়োগে এই দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ৷
সিবিআই তল্লাশি। ছবি সৌজন্যেঃ এএনআই।
সিবিআই তল্লাশি। ছবি সৌজন্যেঃ এএনআই।
advertisement

ঘটনাচক্রে আজই বিহারে নীতিশ- তেজস্বী সরকাকে বিধানসভায় আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে৷ আজই সিবিআই অভিযানের পিছনে তাই অন্য অঙ্ক দেখছেন বিরোধীরা৷ এ দিন সকালেই আরজেডি-র রাজ্যসভার সাংসদ আহমেদ আশফাক করিম, ফৈয়জ আহমেদ এবং বিহার বিধান পরিষদের সদস্য সুনীল সিং-এর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুনঃ উপনির্বাচনে জোড়া জয়ে স্বস্তি তৃণমূলের, বিজেপি-কে পিছনে ফেলে আসানসোলে দ্বিতীয় সিপিএম

advertisement

প্রাথমিক ভাবে এই তিন নেতার বাড়িতে সিবিআই হানা দিলেও পরবর্তী সময়ে বিহারের মোট পঁচিশটি জায়গায় তল্লাশি চলছে বলে খবর। এর মধ্যে রয়েছে পটনায় তেজস্বী যাদবের শপিং মলও।

advertisement

এই অভিযান সম্পর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী বলেন, 'ওরা ভয় পেয়েছে৷ বিহারে নীতিশ কুমারের নেতৃত্বে নতুন সরকার গঠন হয়েছে৷ বিজেপি বাদে সব দল আমাদের সঙ্গে রয়েছে৷ আমাদের কাছেই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে৷ আমাদের ভয় দেখাতেই সিবিআই-কে পাঠানো হয়েছে৷ কিন্তু আমরা ভয় পাবো না৷ '

আরও পড়ুনঃ আদালতে পেশের আগে হঠাৎ আত্মবিশ্বাসী অনুব্রত, মুখেও ফিরল হাসি! ভোল বদলে রহস্য

advertisement

আরজেডি নেতা সুনীল সিং-এর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁদের বাড়িতে সিবিআই-কে পাঠানো হয়েছে৷ বিধায়কদের বিজেপি-র দিকে টানতেই এই চাপ বলে অভিযোগ তাঁর৷

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

আরজেডি-র এক মুখপাত্রও ট্যুইট করে গতকাল অভিযোগ করেন, ক্ষমতা হারানোর পর প্রতিশোধস্পৃহা থেকেই এখন সিবিআই-কে ব্যবহার করে তাদের দলের নেতাদের হেনস্থা করার পরিকল্পনা চলছে৷ পটনায় সিবিআই অফিসাররা আসতে শুরু করেছেন৷ কালকের দিনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আস্থা ভোটের দিনই লালু ঘনিষ্ঠ নেতাদের বাড়িতে সিবিআই! চাপের খেলা শুরু, বলছে আরজেডি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল