ঘটনাচক্রে আজই বিহারে নীতিশ- তেজস্বী সরকাকে বিধানসভায় আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে৷ আজই সিবিআই অভিযানের পিছনে তাই অন্য অঙ্ক দেখছেন বিরোধীরা৷ এ দিন সকালেই আরজেডি-র রাজ্যসভার সাংসদ আহমেদ আশফাক করিম, ফৈয়জ আহমেদ এবং বিহার বিধান পরিষদের সদস্য সুনীল সিং-এর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুনঃ উপনির্বাচনে জোড়া জয়ে স্বস্তি তৃণমূলের, বিজেপি-কে পিছনে ফেলে আসানসোলে দ্বিতীয় সিপিএম
advertisement
প্রাথমিক ভাবে এই তিন নেতার বাড়িতে সিবিআই হানা দিলেও পরবর্তী সময়ে বিহারের মোট পঁচিশটি জায়গায় তল্লাশি চলছে বলে খবর। এর মধ্যে রয়েছে পটনায় তেজস্বী যাদবের শপিং মলও।
এই অভিযান সম্পর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী বলেন, 'ওরা ভয় পেয়েছে৷ বিহারে নীতিশ কুমারের নেতৃত্বে নতুন সরকার গঠন হয়েছে৷ বিজেপি বাদে সব দল আমাদের সঙ্গে রয়েছে৷ আমাদের কাছেই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে৷ আমাদের ভয় দেখাতেই সিবিআই-কে পাঠানো হয়েছে৷ কিন্তু আমরা ভয় পাবো না৷ '
আরও পড়ুনঃ আদালতে পেশের আগে হঠাৎ আত্মবিশ্বাসী অনুব্রত, মুখেও ফিরল হাসি! ভোল বদলে রহস্য
আরজেডি নেতা সুনীল সিং-এর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁদের বাড়িতে সিবিআই-কে পাঠানো হয়েছে৷ বিধায়কদের বিজেপি-র দিকে টানতেই এই চাপ বলে অভিযোগ তাঁর৷
আরজেডি-র এক মুখপাত্রও ট্যুইট করে গতকাল অভিযোগ করেন, ক্ষমতা হারানোর পর প্রতিশোধস্পৃহা থেকেই এখন সিবিআই-কে ব্যবহার করে তাদের দলের নেতাদের হেনস্থা করার পরিকল্পনা চলছে৷ পটনায় সিবিআই অফিসাররা আসতে শুরু করেছেন৷ কালকের দিনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ৷