TRENDING:

অনিল সিনহার অবসর, সিবিআইয়ের ডিরেক্টর পদের দায়িত্বে রাকেশ আস্থানা

Last Updated:

সিবিআই ডিরেক্টর পদে মেয়াদ শেষ অনিল সিনহার ৷ অবসর নিলেন তিনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সিবিআই ডিরেক্টর পদে মেয়াদ শেষ অনিল সিনহার ৷ অবসর নিলেন তিনি ৷ শুক্রবার নিজের ব্যাটন তুলে দিলেন সেকেন্ড-ইন কমান্ড গুজরাত-ক্যাডার আইপিএস অফিসার রাকেশ আস্থানার হাতে ৷ যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে পুরো সময়ের কোনও প্রধানের নাম উল্লেখ করা হয়নি ৷
advertisement

গুজরাত-ক্যাডার অফিসার ১৯৮৪ ব্যাচের রাকেশ আস্থানার দু’দিন আগেই পদোন্নতি হয়েছিল ৷ সিবিআইয়ের দ্বিতীয় প্রধান পদে এসেছিলেন ৷ অল্প কয়েকদিনের মধ্যেই আরও বড় পদ সামলানোর দায়িত্ব পেলেন আস্থানা ৷ সিবিআইয়ের সেকেন্ড-ইন-কমান্ড পদে স্পেশ্যাল ডিরেক্টর আর কে দত্তের আসার কথা থাকলেও তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব পদে স্থানান্তরিত করা হয় ৷ তাঁর জায়গাতেই আসেন আস্থানা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

প্রধানমন্ত্রী, লোকসভার প্রধান বিরোধী দল এবং দেশের চিফ জাস্টিস মিলেই সিবিআই প্রধান নির্বাচিত করেন ৷ ডিরেক্টর পদে অনিল সিনহার দু’বছরের মেয়াদ শেষ ৷ এবার তাই সেকেন্ড ইন কমান্ড আস্থানাই ছিল এই পদের জন্য একমাত্র বিকল্প ৷  নিজের মেয়াদ কালে শিনা বোরা খুনের মামলা থেকে শুরু করে বিজয় মালিয়ার ঋণ শোধে ব্যর্থতার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলাই সামলেছেন অনিল সিনহা ৷ এবার তাঁর অবসরের পর দায়িত্ব সামলানোর পালা রাকেশ আস্থানার ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
অনিল সিনহার অবসর, সিবিআইয়ের ডিরেক্টর পদের দায়িত্বে রাকেশ আস্থানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল