গুজরাত-ক্যাডার অফিসার ১৯৮৪ ব্যাচের রাকেশ আস্থানার দু’দিন আগেই পদোন্নতি হয়েছিল ৷ সিবিআইয়ের দ্বিতীয় প্রধান পদে এসেছিলেন ৷ অল্প কয়েকদিনের মধ্যেই আরও বড় পদ সামলানোর দায়িত্ব পেলেন আস্থানা ৷ সিবিআইয়ের সেকেন্ড-ইন-কমান্ড পদে স্পেশ্যাল ডিরেক্টর আর কে দত্তের আসার কথা থাকলেও তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব পদে স্থানান্তরিত করা হয় ৷ তাঁর জায়গাতেই আসেন আস্থানা ৷
advertisement
প্রধানমন্ত্রী, লোকসভার প্রধান বিরোধী দল এবং দেশের চিফ জাস্টিস মিলেই সিবিআই প্রধান নির্বাচিত করেন ৷ ডিরেক্টর পদে অনিল সিনহার দু’বছরের মেয়াদ শেষ ৷ এবার তাই সেকেন্ড ইন কমান্ড আস্থানাই ছিল এই পদের জন্য একমাত্র বিকল্প ৷ নিজের মেয়াদ কালে শিনা বোরা খুনের মামলা থেকে শুরু করে বিজয় মালিয়ার ঋণ শোধে ব্যর্থতার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলাই সামলেছেন অনিল সিনহা ৷ এবার তাঁর অবসরের পর দায়িত্ব সামলানোর পালা রাকেশ আস্থানার ৷