TRENDING:

নরেন্দ্র দাভলকর হত্যাকাণ্ডে প্রথম গ্রেফতারি

Last Updated:

খুনের পর কেটে গিয়েছিল তিনটি বছর ৷ দীর্ঘ তিন বছর পর অবশেষে যুক্তিবাদী নরেন্দ্র দাভোলকর হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: নরেন্দ্র দাভলকর হত্যাকাণ্ডে প্রথম গ্রেফতারি ৷ খুনের পর কেটে গিয়েছে তিনটি বছর ৷ দীর্ঘ তিন বছর পর অবশেষে যুক্তিবাদী নরেন্দ্র দাভলকর হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ২০১৩ সালের এই খুনের ঘটনায় হিন্দু জনজাগ্রুতি সমিতির সদস্য বীরেন্দ্র সিং তাওড়েকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷
advertisement

সিবিআই সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ৮.৩০ নাগাদ পানভেল এলাকা থেকে তাওড়েকে গ্রেফতার করে সিবিআই ৷ শনিবার পুণেতে আদালতে তাকে পেশ করা হবে ৷

২০১৪ সালের মে মাসে নরেন্দ্র দাভলকর হত্যা মামলার তদন্তের দায়িত্ব নেয় সিবিআই ৷ এরপর এই ঘটনায় প্রথম কাউকে গ্রেফতার করা হয়েছে ৷

তাওড়ের বাড়িতে হানা দেওয়ার ঠিক ন’দিন পর তাকে গ্রেফতার করা হয়েছে ৷ হিন্দু জনজাগ্রুতি সংস্থার মেডিক্যাল অফিসার ছিলেন তাওড়ে ৷ জানা গিয়েছে, পেশায় ইএনটি তাওড়ে গত ১৫-২০ বছর ধরে এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন ৷

advertisement

সিবিআই আধিকারিকরা জানিয়েছেন যে তারা তাওড়েকে গত কয়েকদিন ধরে জেরা করছে ৷

গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, তাওড়ে বাড়িতে তল্লাশি চালানোর সময় তার ল্যাপটপ থেকে বেশ কিছু ফোন নম্বর ও ই-মেল উদ্ধার করেছে পুলিশ ৷ সেগুলিকে এখন খতিয়ে দেখা হচ্ছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অগাস্ট ২০, ২০১৩ সালে প্রাতঃভ্রমনের সময় নরেন্দ্র দাভলকরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় ৷ ঘটনাটি পুণের ওমকারেশ্বর মন্দিরের সামনে ঘটে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
নরেন্দ্র দাভলকর হত্যাকাণ্ডে প্রথম গ্রেফতারি