TRENDING:

নরেন্দ্র দাভলকর হত্যাকাণ্ডে প্রথম গ্রেফতারি

Last Updated:

খুনের পর কেটে গিয়েছিল তিনটি বছর ৷ দীর্ঘ তিন বছর পর অবশেষে যুক্তিবাদী নরেন্দ্র দাভোলকর হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: নরেন্দ্র দাভলকর হত্যাকাণ্ডে প্রথম গ্রেফতারি ৷ খুনের পর কেটে গিয়েছে তিনটি বছর ৷ দীর্ঘ তিন বছর পর অবশেষে যুক্তিবাদী নরেন্দ্র দাভলকর হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ২০১৩ সালের এই খুনের ঘটনায় হিন্দু জনজাগ্রুতি সমিতির সদস্য বীরেন্দ্র সিং তাওড়েকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷
advertisement

সিবিআই সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ৮.৩০ নাগাদ পানভেল এলাকা থেকে তাওড়েকে গ্রেফতার করে সিবিআই ৷ শনিবার পুণেতে আদালতে তাকে পেশ করা হবে ৷

২০১৪ সালের মে মাসে নরেন্দ্র দাভলকর হত্যা মামলার তদন্তের দায়িত্ব নেয় সিবিআই ৷ এরপর এই ঘটনায় প্রথম কাউকে গ্রেফতার করা হয়েছে ৷

তাওড়ের বাড়িতে হানা দেওয়ার ঠিক ন’দিন পর তাকে গ্রেফতার করা হয়েছে ৷ হিন্দু জনজাগ্রুতি সংস্থার মেডিক্যাল অফিসার ছিলেন তাওড়ে ৷ জানা গিয়েছে, পেশায় ইএনটি তাওড়ে গত ১৫-২০ বছর ধরে এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন ৷

advertisement

সিবিআই আধিকারিকরা জানিয়েছেন যে তারা তাওড়েকে গত কয়েকদিন ধরে জেরা করছে ৷

গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, তাওড়ে বাড়িতে তল্লাশি চালানোর সময় তার ল্যাপটপ থেকে বেশ কিছু ফোন নম্বর ও ই-মেল উদ্ধার করেছে পুলিশ ৷ সেগুলিকে এখন খতিয়ে দেখা হচ্ছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

অগাস্ট ২০, ২০১৩ সালে প্রাতঃভ্রমনের সময় নরেন্দ্র দাভলকরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় ৷ ঘটনাটি পুণের ওমকারেশ্বর মন্দিরের সামনে ঘটে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
নরেন্দ্র দাভলকর হত্যাকাণ্ডে প্রথম গ্রেফতারি