সিবিআই সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ৮.৩০ নাগাদ পানভেল এলাকা থেকে তাওড়েকে গ্রেফতার করে সিবিআই ৷ শনিবার পুণেতে আদালতে তাকে পেশ করা হবে ৷
২০১৪ সালের মে মাসে নরেন্দ্র দাভলকর হত্যা মামলার তদন্তের দায়িত্ব নেয় সিবিআই ৷ এরপর এই ঘটনায় প্রথম কাউকে গ্রেফতার করা হয়েছে ৷
তাওড়ের বাড়িতে হানা দেওয়ার ঠিক ন’দিন পর তাকে গ্রেফতার করা হয়েছে ৷ হিন্দু জনজাগ্রুতি সংস্থার মেডিক্যাল অফিসার ছিলেন তাওড়ে ৷ জানা গিয়েছে, পেশায় ইএনটি তাওড়ে গত ১৫-২০ বছর ধরে এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন ৷
advertisement
সিবিআই আধিকারিকরা জানিয়েছেন যে তারা তাওড়েকে গত কয়েকদিন ধরে জেরা করছে ৷
গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, তাওড়ে বাড়িতে তল্লাশি চালানোর সময় তার ল্যাপটপ থেকে বেশ কিছু ফোন নম্বর ও ই-মেল উদ্ধার করেছে পুলিশ ৷ সেগুলিকে এখন খতিয়ে দেখা হচ্ছে ৷
অগাস্ট ২০, ২০১৩ সালে প্রাতঃভ্রমনের সময় নরেন্দ্র দাভলকরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় ৷ ঘটনাটি পুণের ওমকারেশ্বর মন্দিরের সামনে ঘটে ৷